কেকে -রূপঙ্কর বিতর্কে এবার মুখ খুললেন জিৎ , পরমব্রত , রাজ! বললেন একথা

পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন গায়ক কেকে (KK). তাঁর মৃত্যুতে সঙ্গীত মহল শোকস্তব্ধ। শুধু সঙ্গীত মহল নয়, সাধারণ মানুষও কেকে কে কম ভালোবাসেন না। অন্যদিকে বিতর্কের মুখোমুখি পড়তে হচ্ছে বাংলার গায়ক রূপঙ্কর বাগচীকে, তাঁর নিজের করা মন্তব্যের কারণে। তবে এবার গায়ক রূপঙ্কর (Rupankar) ক্ষমা চাইলেন সাংবাদিক সম্মেলনে।

তিনি জানান, তিনি আন্তরিক ভাবে দুঃখিত। তাঁর কেকে’র প্রতি কোন রাগ নেই। এমনকি তাঁর পরিবারের সাথেও কোন পরিচয় নেই। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর আপনার আত্মার শান্তিতে রাখেন। তবে তাঁকে নিয়ে ট্রোল করা বন্ধ হয়নি। সোশ্যাল মিডিয়ায় এখনো রূপঙ্কর বাগচীকে নিয়ে ক্রমাগত ট্রোল করা হচ্ছে।

রাজ চক্রবর্তীকে ‘ হাবজি গাবজি ‘ প্রিমিয়ারে এই বিষয়ে প্রশ্ন করা হলে , তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় খুব ভেবে চিন্তে মুখ খুলতে হয়। যে অনুভূতি অপরকে দুঃখ দিতে পারে, সেরম অনুভূতি প্রকাশ করাও উচিত নয়। তবে কেও খারাপ বলেছে বলে, তাঁকেও খারাপ বলতে হবে। এটা তিনি সমর্থন কখনোই করেননা। কেকে আমাদের সবার প্রিয়, ভালো মনের মানুষ তিনি।

পরমব্রত চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান, ‘ আমি রূপঙ্কর দার গানের ভক্ত। আমি ওনাকে সম্মান করি। উনি বলতে চেয়েছেন , বোম্বে আর্টিস্ট নিয়ে এত মাতামাতি করছে। কিন্তু বাঙালী শিল্পীদের নিয়ে এত মাতামাতি হয় না কেন। তবে তিনি এটা বলতে গিয়ে কেকে ‘ র মত শিল্পীকে ছোট করে ফেলেছেন।

জিৎ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি জানান, ‘ কেকে আমার ২০, ২৫ বছরের বন্ধু। আমি এখনো মেনে নিতে পারছি না। প্রতিটা শিল্পী প্রতিষ্ঠান পাওয়ার জন্যে অক্লান্ত পরিশ্রম করে থাকে। শিল্পীদের একটি শান্ত থেকে বুঝে শুনে কথা বলা উচিত।’