শুধু মেনে চলুন এই ৬ টি উপায়, সারারাত AC চালিয়েও কম আসবে ইলেকট্রিক বিল

যতদিন যাচ্ছে আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই বেড়ে চলেছে তাপমাত্রা। বর্তমান সময়ে তাপমাত্রা 35℃ থেকে 38℃ মধ্যে ওঠানামা করছে। যা মানুষের শরীরে এই তাপমাত্রা আরামদায়ক মোটেও নয়। আগামী কয়েক মাস ধরেই থাকবে এই উষ্ণ-গরম আবহাওয়া বা এর থেকেও বাড়তে পারে তাপমাত্রা। এখন আমরা কমবেশি অনেকেই এই আবহাওয়া হওয়ার হাত থেকে বাঁচতে AC ব্যবহার করে থাকি। এইটা মানতে হবে, ইলেকট্রিক পাখা থাকার সত্ত্বেও AC ব্যাবহার অনেকটা স্বস্তি বলে মনে হয়।

এই গরম আবহাওয়ার হাত থেকে বাঁচাতে বাড়ি বা অফিসের দিনের পর দিন বেড়েই চলেছে AC-র ব্যবহার। একদিক দিয়ে যেমন AC-র ব্যাবহার শরীরের পক্ষে আরামদায় তেমন ইলেকট্রিক খরচও হয় বেশি। AC-র ব্যাবহার নিয়ন্ত্রণ না করলে ইলেকট্রিক বিল আসবে আকাশ ছোঁয়া। আমরা সকলেই চাই কিভাবে ইলেকট্রিক খরচ কম হবে। তাই আজ আপনাদের এমন কিছু টিপস বলতে চলেছি যা মেনে চললে নিয়ন্ত্রণে আসবে ইলেকট্রিক বিল।

1. সঠিক তাপমাত্রা সেট

AC- চালানোর সময় সঠিক তাপমাত্রা সেট করুন। জানিয়ে রাখি , AC-র তাপমাত্রা যত কমাবেন , কম্প্রেসার ততো বাড়বে ফলে বিদ্যুৎ খরচও হবে বেশি। এক গবেষণায় জানা গিয়েছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা কমানোর ফলে বিদ্যুৎ খরচ হয় 6 শতাংশ বেশি। তাই খেয়াল রাখতে হবে বিশেষ করে রাতে শোবার সময় সঠিক তাপমাত্রায় সেট করার।

2. 18℃ এর জায়গায় 26℃

এই গরমের সময় দিনের বেলা তাপমাত্রা 38℃ এর আশপাশ থাকে । এই গরমে একটা মানুষের শরীরের 24-26℃ তাপমাত্রাটা আরামদায়ক । আমাদের ঘর আরও একটু বেশি ঠান্ডা করার জন্য অনেক সময় 18℃ বা তারও বেশি নীচে নিয়ে চলে আসি। খেয়াল রাখতে হবে প্রতি 1℃ তাপমাত্রা কমাতে 6% বিদ্যুৎ খরচ বেশি হয়। তাছাড়া 18℃ এর নিচে তাপমাত্রা শরীরের পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে অনেক সময় । তাই AC -র তাপমাত্রা 26℃ রাখুন ও আরাম উপভোগ করুন।

3. ঘরের দরজা-জানালা সঠিক সময়ে বন্ধ করা

AC চালানোর সাথে সাথে লক্ষ রাখতে হবে বাড়ির দরজা, জানালা বন্ধ আছে কিনা। দরজা বা জানালা বন্ধ রাখলে একটা সুবিধা কি বাইরের তাপমাত্রার সাথে ঘরের তাপমাত্রা সংযোগ থাকবে না। এতেকরে ঘর ঠান্ডা হবে খুব সহজেই ও বিদ্যুৎ খরচ হবে কম।

AC

4.অন্যান্য ইলেকট্রিক ডিভাইস

রাতের বেলায় AC চালানোর সময় খেয়াল রাখতে হবে যাতে টিভি, ফ্রিজ হোমথিয়েটার ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস যেমন না চলে । এই সব চলার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় , ও ঘর ঠান্ডা করার জন্য বেশিক্ষন চালাতে হয় এ AC । যার ফলে বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা বেশি।

5. সঠিক সময়ে AC বন্ধ

আমরা অনেক সময় রাতের বেলা কোনো সময় সেট না করেই সারারাত AC চালিয়ে শুয়ে পড়ি। পরে ভোরের দিকে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার ফলে কাঁপতে থাকি। এই অতিরিক্ত AC -চলার ফলে বিদ্যুৎ খরচ হবে বেশি।

6. নিয়মিত সার্ভিস

AC – যেমন আমরা ব্যাবহার করে থাকি , তেমন তাকে নিয়মিত সার্ভিসও করতে হবে । এরফলে AC -র এফিসিয়েন্সসি থাকবে বেশি ও বিদ্যুৎ খরচ হবে কম।