মাত্র ১৫০০০ টাকা লাগিয়ে আজই শুরু করুন তুলসী চাষ লাভ হবে ৩ লাখ টাকা পর্যন্ত

প্রাচীনকালে মুনি ঋষিরা তুলসী পাতা বেঁটে বিভিন্ন ওষুধ পত্র তৈরি করতেন। এখনও তুলসী গাছের উপকারিতা মানবদেহের জন্য যথেষ্ট উপযোগী। তুলসী পাতা দেহের বিষাক্ত উপাদান দূর করে, মাথা ব্যাথা কমিয়ে দেয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে কমিয়ে দেয়। মানসিক চাপ কমাতেও সাহায্য করে এবং ক্যান্সার রোগের ওষুধ তৈরিতেও তুলসী পাতার অবদান অনস্বীকার্য।

বাজারে তুলসী পাতার চাহিদা প্রচুর। আপনার যদি ব্যবসা করার মানসিকতা থাকে। তাহলে অল্প পুঁজি দিয়ে লাভজনক তুলসী গাছের বিজনেস করতেই পারেন। তুলসী পাতা যেহেতু বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য উপাদান হিসেবে ব্যবহূত হয়।আপনাকে বিক্রি করার জন্য খুব একটা পরিশ্রমের প্রয়োজন হবে না। আসুন বিস্তারিত ভাবে জেনে নিন,

তুলসী গাছ চাষ করতে হলে আপনার খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হবে না। আপনি ১৫ হাজার টাকা বিজনেসে লাগিয়ে তুলসী চাষ শুরু করতে পারেন। বীজ বপনের পর আপনাকে বেশিদিন অপেক্ষা করতে হবে না। আপনি তিন মাসের মধ্যে ফসল তুলতে পারবেন এবং সেই ফসল ৩ লাখ টাকায় বিক্রি হয় বাজারে। তুলসী গাছের পাতা যখন বড় হয় তখন তুলসী পাতার ফুল ফোটে, সেই সময় তুলসী গাছ কাটা উচিত। তুলসী গাছ ১৫ থেকে ২০ মিটার বেশি উঁচু রাখা উচিত নয়। তাই উঁচু হয়ে গেলে গাছের ডগা গুলো কেটে ফেলতে হবে, যাতে নতুন গাছের শাখা জন্মাতে পারে।

তুলসী গাছ বিক্রি করার জন্য বাজারে এজেন্টএর সাথে যোগাযোগ করতে হবে অথবা বাজারে গিয়ে গ্রাহকদের সাথে আপনি সরাসরি ডিল করতে পারেন। তাছাড়াও কোন ওষুধ কোম্পানি বা জাতীয় সংস্থার কাছে চুক্তিভিত্তিক আপনি তুলসী গাছ বিক্রি করতে পারেন।