IPL-ই করেছেন সেঞ্চুরি ও আবার হ্যাটট্রিকও! দেখে নিন কে সেই ভাগ্যবান ভারতীয় ক্রিকেটার

শহর কি, গোটা দেশ জুড়ে চলছে এখন IPL (Indian Premier League) ফিভার। যেখানে দেশ বিদেশের বহু ক্রিকেটার থাকলেও, সকলেই খেলছেন ভারতের হয়ে। ভাগ করা হয়েছে বিভিন্ন দলে। যার ফলে এই IPL ফিভার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে IPL-র পথচলা।

সেই ২০০৮ থেকে শুরু করে এখন ২০২৩, বিগত ১৬ বছরে একের পর এক রেকর্ড গড়েছে IPL। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জনপ্রিয় টি-২০ লিগ হচ্ছে এই IPL। এই খেলায় একদিকে যেমন একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে, তেমন সেই রেকর্ড ভেঙ্গে তৈরি হচ্ছে অন্য এক নতুন রেকর্ড।

img 20230520 151444

একাধিক নতুন রেকর্ড তৈরি হলেও, এখনও অবধি এমন একটি রেকর্ড রয়েছে এই IPL-এ যা আজ অবধি কেউ ভাঙ্গতে পারেনি। আর সবথেকে গর্বের বিষয় হল, সেই রেকর্ড রয়েছে এক ভারতীয় ক্রিকেটারের। আর সেই রেকর্ড বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদেরও নেই।

ক্রিকেট খেলার ক্ষেত্রে, ক্রিকেটারদের একদিকে যেমন ইচ্ছে থাকে সেঞ্চুরি করার, তেমনই কিন্তু বোলারদেরও ইচ্ছে থাকে হ্যাট্রিক করার। তবে খুব কম খেলোয়াড়কেই দেখা যায় একাধারে সেঞ্চুরি করতে এবং হ্যাট্রিক করতে। আর যদি সেটা কেউ করতে পারে, তাহলে তো তাঁকে খুবই ভাগ্যবান বলে মনে করা হবে।

img 20230520 151457

তবে এই ভাগ্যবান ব্যক্তিও কিন্তু রয়েছেন একজন এবং তিনি এই দেশেরই একজন ক্রিকেটার। একাধারে শতরান এবং অন্যদিকে হ্যাট্রিক, দুইই রয়েছে তাঁর ঝুলিতে। তিনি আর কেউ নন, বর্তমান IPL-র মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

২০০৯ সালে ডেকান চার্জর্সের হয়ে খেলার সময়, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। এরপর যোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। এই দলের হয়ে ২০১২ সালে কেকেআরের বিরুদ্ধে ১০৯ রান করেছিলেন তিনি। আবার মুম্বইকে পাঁচবার চ্যাম্পিয়নও করার পাশাপাশি শতরান ও হ্যাটট্রিক, IPL-এ দুটো রেকর্ডই রয়েছে রোহিত শর্মার।