১.৫ কোটি টাকার নামী দামী গাড়ি কিনলেন রোহিত শর্মা, দেখে মনে হচ্ছে যেন কোনো চলন্ত জাহাজ

১.৫ কোটি টাকার নামী দামী গাড়ি কিনলেন রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেট জগতে অন্যতম জনপ্রিয় নন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার রাজত্ব চলছে। ভারতীয় ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেরই তিনি অধিনায়কত্ব সামলাচ্ছেন। একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেনের গাড়ির শখ রয়েছে। তাঁর কাছে রয়েছে বেশ কয়েকটি দামি গাড়ি ও বাইক। এর মধ্যে আরেকটি খবর উঠে আসলো যে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা আরেকটি নতুন গাড়ি (New Car) কিনেছেন। এর দাম কয়েক কোটি টাকা। আজকের প্রতিবেদন থেকে রোহিত শর্মার নতুন গাড়িটির সম্পর্কে জেনে নিন।

 

মাঝে মধ্যেই ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketer) নতুন নতুন গাড়ি কিনতে দেখা যায়। ভারতীয় ক্রিকেট দলের প্রথমসারির ক্রিকেটারদের প্রথম পছন্দ থাকে মার্সিডিজ (Mercedes) কোম্পানির গাড়ি। কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের মিডিল-অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মার্সিডিজ-বেঞ্জ জিএলএস 400 ডি (Mercedes Benz GLS 400D) কিনেছিলেন। অন্যদিকে ক্রিকেটার স্রেয়স আইয়ারকেও নতুন মার্সিডিজ এএমগি গি৬৩ (Mercedes-AMG G63) গাড়ি কিনতে দেখা গিয়েছে। এরপর মার্সিডিজের নতুন গাড়ি ঢুকলো অধিনায়ক রোহিত শর্মার গ্যারেজে। রোহিত শর্মার নতুন গাড়িটির নাম মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৪০০ ডি।

 

ক্রিকেটার সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা একই মডেলের গাড়ি কিনেছেন, তবে দুটির রং আলাদা।
সূর্যকুমার যাদব গাড়ির রং সাদা, অন্যদিকে রোহিত শর্মার গাড়িটি গ্রে রঙের। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ফেব্রুয়ারি মাসে এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তিনি এই গাড়িটি কিনেছিলেন। গাড়িটির দাম দেড় কোটি টাকা। তবে এই গাড়িটি ছাড়াও রোহিতের গ্যারেজে রয়েছে আরো কিছু দামি গাড়ি। এর মধ্যে রয়েছে লাম্বরগিনী উরুষ (Lamborghini Urus), একটি বিএমডব্লিউ এম৫ (BMW M5), একটি বিএমডব্লিউ এক্স৩ (BMW X3) ও একটি টয়োটা ফর্চুনার (Toyota Fortuner)।

 

মুম্বাইয়ের রাস্তায় প্রথম দেখা গেল গাড়িটি। সম্প্রতি গাড়ির একটি ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। যেখানে গাড়িটিকে বেশ বড় দেখাচ্ছে। তবে গাড়িটি রোহিত শর্মা চালাচ্ছিলেন না কেননা রহিত শর্মা এখন ক্রিকেট ম্যাচ নিয়ে ব্যস্ত রয়েছেন। গাড়িটি তাঁর পরিবারের অন্য কেউ চালাচ্ছিলেন। প্রসঙ্গত, বাজারে যে কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৪০০ ডি। গাড়িটিতে লাগানো রয়েছে ২.৯ লিটারের টুইন-টার্বোচার্জড ইন-লাইন ৬ সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিন। অন্যদিকে গাড়িটিতে রয়েছে ৯ স্পিডের ম্যানুয়াল ট্র্যান্সমিশন ইঞ্জিন। গাড়িটিতে বসার জন্য রয়েছে আরামদায়ক আসন। এছাড়া থাকছে একটি ট্যাবলেটও।