এবার বাড়িতে বসেই মিলবে মাঠে খেলা দেখার আনন্দ, জলের দরে Jio আনল JioDive VR বসেই মিলবে মাঠে খেলা দেখার আনন্দ, জলের দরে Jio আনল JioDive VR

বসেই মিলবে মাঠে খেলা দেখার আনন্দ

মুকেশ আম্বানির (Mukesh Ambani) হাত ধরে রিলাইয়েন্স জিও (Reliance Jio) ভারতের টেলিকম বাজারে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। জিও সর্বপ্রথম ভারতে ৪জি নেটওয়ার্ক লঞ্চ করেছিল। এরপর গত বছরই দেশে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করেছে জিও। তবে এবার গ্রাহকদের সুবিধার জন্য আরো এক নতুন পরিষেবা নিয়ে হাজির হলো মুকেশ আম্বানির জিও। চলুন বিস্তারিত জেনে নিন।

Jio

রিলাইয়েন্স জিও লঞ্চ করলো ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট (VR Headset)। এটি ব্যবহার করে ত্রি মাত্রিক ভিডিও দেখার অনুভূতি পাবেন। জিও এই প্রোডাক্টটি জিওড্রাইভ (JioDive) নামে বাজারে লঞ্চ করেছে। জিও অফিসিয়াল ওয়েবসাইট কিংবা জিওমার্ট (JioMart) থেকে অনলাইনে বুক করতে পারবেন জিওড্রাইভ।

এই ড্রাইভটি ব্যাবহার করে বাড়িতে বসেই আইপিএল দেখার সুযোগ পাবেন। মনে হবে আপনি বাড়িতে নয়, স্টেডিয়ামেই বসে রয়েছেন। জিওড্রাইভে রয়েছে ১০০ ইঞ্চি ভার্চুয়াল স্ক্রিন। যা ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে চালানো যাবে এটি। এর জন্য মোবাইলে JioImmerse ইন্সটল করতে হবে। তবে এই প্রোডাক্টটি ব্যাবহার করার জন্য জিও সিম থাকা বাধ্যতামূলক।

Jio

জিও ড্রাইভের অফার চলছে। বর্তমানে খুবই কম দামে এটি বিক্রি হচ্ছে। মিলবে আকর্ষণীয় ছাড়। এই অফারের মধ্যে কিনলে জিনিসটি ১,২৯৯ টাকা মূল্যে পেয়ে যাবেন। তবে অফার শেষ হলে প্রোডাক্টির মূল্য হবে ২,৪৯৯ টাকা। জিও মার্ট ওয়েবসাইট থেকে এমনটাই জানা যাচ্ছে। এই প্রোডাক্টির ৩ মাসেই ওয়ারেন্টি যুক্ত। তাই ৩ডি ভিউ এ ভিডিও দেখতে চাইলে প্রোডাক্টি কিনতে পারেন।