মিলল সরকারের ছাড়পত্র, শীঘ্রই Elon Musk কে টেক্কা দিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা আনছে Mukesh Ambani-র Jio

ভারতে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লাইসেন্স পেয়ে গেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-র স্যাটেলাইট ইউনিট GMPCS

ভারতে ব্রডব্যান্ড ব্যবহারকারী জনগণের জন্য রয়েছে সুখবর। আসলে Bharti গ্রুপের অধীনস্থ OneWeb-এর পর এখন ভারতে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লাইসেন্স পেয়ে গেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-র স্যাটেলাইট ইউনিট। এই ইউনিটটির নাম হলো জিও স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড (Jio Satellite Communications Ltd.) বা জেএসটিএল (JSTL)। রিপোর্ট থেকে জানা গেছে যে সংস্থাটি হালফিলে টেলিযোগাযোগ বিভাগ বা DoT-এর কাছ থেকে জিএমপিসিএস (GMPCS) বা গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট লাইসেন্স পেয়েছে ও ভারতে লাইসেন্স পাওয়া দ্বিতীয় কোম্পানির স্থান অধিকার করে নিয়েছে।

Reliance jio GMPCS

জানিয়ে দি যে জিএমপিসিএস লাইসেন্স পাওয়ার অর্থ হলো কোম্পানি তাদের লাইসেন্সপ্রাপ্ত এলাকায় স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস সরবরাহ করার অনুমতি পায়। ফলে জেএসটিএল এবার খুব শীঘ্রই দেশজুড়ে স্যাটেলাইট-নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করা শুরু করতে পারবে। তবে উপগ্রহ-নির্ভর হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে জিও। ইউজারদেরকে উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য তারা লুক্সেমবার্গ-ভিত্তিক গ্লোবাল স্যাটকম (Satcom) কোম্পানি সেস (SES)-এর সাথে হাত মিলিয়েছে বলে জানা গেছে।

Elon musk

এছাড়া আরো জানিয়ে দি যে হালফিলে টেসলা (Tesla) ও স্পেসএক্স (SpaceX)-এর সিইও ইলন মাস্ক তার স্টারলিঙ্ক (Starlink) ব্র্যান্ডের অধীনে ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের কাছে জিএমপিসিএস পারমিটের আবেদন করেছেন। যদিও পারমিট সরকার এখনও মঞ্জুর করেনি; তবে কেন্দ্রের তরফে ছাড়পত্র মেলা মাত্রই এদেশে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করার নিশ্চিত প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। উল্লেখ্য যে, ভারতে স্টারলিঙ্কের পরিষেবা দেওয়া নিয়ে বহুদিন ধরেই বেশ জলঘোলা চলছে। নিজেদের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার লক্ষ্যে সংস্থার তরফে গত বছর প্রি-বুকিং নেওয়া শুরু করা হলেও কেন্দ্রের নির্দেশে মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে বারংবার হোঁচট খাওয়ার পর এবার যদি শেষমেশ সরকারের তরফে ছাড়পত্র মেলে, তাহলে ভারতী গ্রুপের ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও-র স্যাটেলাইট ইউনিটের পর স্টারলিঙ্ক এদেশের তৃতীয় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা হয়ে উঠবে।

Reliance Jio

তবে অন্য টেলিকম কোম্পানিগুলিকে প্রতিযোগিতা দেওয়ার জন্য বহুজাতিক মার্কিন সংস্থা Amazon-ও স্যাটেলাইট ইন্টারনেট স্পেসে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর অনুমান করা হচ্ছে যে অ্যামাজনের প্রোজেক্ট কাইপার (Amazon’s Project Kuiper) সারা বিশ্বের মানুষকে সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক সরবরাহের উদ্দেশ্যে হয়তো আগামী বছরের শুরুর দিকে তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা রোলআউট করতে পারে। তবে ভারতে এই সংস্থার পরিসেবা পাওয়া যাবে কিনা সেই বিষয় এখনো কিছু জানা যায়নি।