শুধুমাত্র এই বিশেষ কারণে, বাড়িতে ৬ জন সদস্য হওয়া সত্ত্বেও ২৭ তলাতে থাকেন মুকেশ আম্বানি

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি (businessman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের (Business man)মধ্যে অন্যতম। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে। বলা যেতে পারে পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যেটা আম্বানি পরিবারের কাছে নেই। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি এন্টিলিয়া (Antilia) থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে।

Ambani family

তবে শিল্পপতি মুকেশ আম্বানির থেকেও যে আম্বানির পরিবারের যে সদস্য আলোচনার বিষয় হয়ে থাকেন তিনি হচ্ছেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)। নিতা আম্বানি তার সামাজিক কাজকর্ম ও ব্যবসা বাদে যেই কারণে বেশিভাগ সময় আলোচনার বিষয় হয়ে থাকেন তার অতিরিক্ত বেশি লাক্সারি লাইফ স্টাইলের জন্য। যদি আম্বানি পরিবারের বাড়ি এন্টিলিয়ার (Antilia) কথা বলা হয় তাহলে জানিয়ে দি এই বাড়ির উচ্চতা প্রায় ৫৬৮ ফুট উচু। আর এই বাড়িটি ২৭ তলার। এই বাড়িতে সবরকম সুযোগ-সুবিধা রয়েছে। যেমন- পার্সোনাল জিম, লাক্সারি বাথরুম, বেডরুম, থিয়েটার, প্লেয়িং গ্রাউন্ড, বিশাল গ্যারেজ, সুইমিং পুল, লাইব্রেরি, পার্সোনাল আইসক্রিম পার্লার, পার্সোনাল খাওয়ারের শপ ইত্যাদি আরো কত কিছু যা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না বা সবকিছু এই আর্টিকেলের মাধ্যমে বলা সম্ভবও না।

এই এন্টিলিয়া বাড়িতে প্রায় ৬০০ এর কর্মচারী কাজ করে আর তারাও মোটা টাকা বেতন পায়। মুকেশ আম্বানি এখানে কাজ করা কর্মচারীদের LIC করিয়ে দিয়েছে আর এখানে কাজ করা কর্মচারীদের ছেলেমেয়েরা অনেকে বিদেশে পর্যন্ত পড়াশুনা করছে। আর এখানের কাজ করা কর্মচারীরা সবাই খুব উচ্চ শিক্ষিত। বলা যেতে পারে লাখ লাখ টাকা পড়াশুনার পিছনে খরচ করে মানুষ যত টাকা বেতন পায় তার থেকে বেশি বেতন পায় আম্বানি পরিবারের এন্টিলিয়া বাড়িতে কাজ করা রান্না, কাপড় কাচার মতো কাজ করা লোকেরা।

Antilia House

তবে আপনি কি জানেন আম্বানি পরিবার ২৭ তলার এন্টিলিয়া বাড়ির একদম টপ ফ্লোর অর্থাৎ ২৭ তলাতেই থাকে। তবে প্রশ্ন হচ্ছে এতো গুলি ফ্লোর থাকতে তিনি কেন টপ ফ্লোরে থাকেন ? আসলে এর পিছনে রয়েছে একটি বড় কারণ আসুন জেনেনি। একবার যখন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানিকে এই বিষয় প্রশ্ন করা হয়েছিল তখন নিতা আম্বানি জানান যে ২৭ তলায় যাওয়ার সবচেয়ে বড় কারণ হল ‘সূর্যের আলো’। নীতা আম্বানি চান যে তার পরিবারের সদস্যরা যেখানে থাকুক সেখানের প্রতিটি ঘরে সূর্যের আলো ছড়িয়ে পড়ুক। এই কারণে নীতা আম্বানি থাকার জন্য ২৭ তলা বেছে নেন। জানিয়ে দি যে ২৭ তলায় নিরাপত্তা এতটাই কড়া যে শুধুমাত্র আম্বানি পরিবারের আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

 

Related Articles

Back to top button