“খুন কা বদলা খুন”- সন্তানের হত্যার প্রতিশোধ নিতে ২৫০ কুকুর ছানাকে আছড়ে মারল বাঁদরের দল

“খুন কা বদলা খুন”- এই ডায়লগ হিন্দি সিনেমায় প্রায়শই শোনা যায়। তবে এবার এমন বাস্তব দেখা গেল দুই ভিন্ন প্রাণী জাতির মধ্যে। আসলে কয়েক মাস আগে এক বাঁদর ছানাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার প্রতিশোধ নিতেই বেশ কিছু দিন ধরে কোমর বাঁধে বাঁদরের দল। শুরু হয় এলাকায় নজরদারি, তথা কুকুরের দলের উপর অপারেশন। দেখতে দেখতে ২০৫ টি কুকুরকে নির্মমভাবে মেরে ফেলে বাঁদরেরা।

জানিয়ে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীর জেলার মজলগাঁও এলাকার লাভুল গ্রামে। প্রাপ্ত খবর অনুযায়ী, ঘটনাটির পর থেকেই আতঙ্কিত গ্রামবাসী। গ্রামবাসীদের এই বিষয় বলেছেন ” এখন চারিদিকে প্রচুর কুকুরছানা ঘুরছে। বাঁদর গুলি সারাদিন এলাকাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, আর কুকুরছানা দেখলেই উঁচু জায়গায় নিয়ে গিয়ে আছাড় মেরে ফেলে দিচ্ছে “।

পাঁচ হাজার মানুষের বসতি ওই গ্রামের এমন খবর সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা বলেছেন, যে গত মাসে প্রায় ২৫০ কুকুরছানাকে মেরে ফেলেছে বাঁদরের দল। কোনো কুকুরই প্রায় বেঁচে নেই তাদেরকে আর বাঁচানো যায় নি।

এমনকি কুকুর ছাড়াও আজ কাল ছোটো ছেলে ছেলে মেয়েদের উপরেও হামলা চালাচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের। এলাকার বাসিন্দারা বেশ আতঙ্কিত। এই সমস্যায় সমাধান করতে গ্রামের লোকজন বনদপ্তরের সাথে যোগাযোগ করেছে। যদিও বনদফতরের সদস্যরা এখনো বাঁদরের দলকে ধরতে পারেন নি।