রূপচর্চার জন্য খরচ করেন লক্ষ লক্ষ টাকা! মেকআপ ছাড়া এই অভিনেত্রীদের ছবি দেখলে লাগতে পারে ভয়

আমাদের দেশে বিশ্ব সুন্দরীর কথা উঠলে সবার প্রথমে বলিউড অভিনেত্রীদের নাম আসে। কিন্তু সেই সৌন্দর্যটা দামি দামি মেকআপে ফুটে উঠে। মেকআপ ছাড়া কিছু কিছু জনপ্রিয় তারকার মুখে ব্রণ বা চোখের তলায় কলো দাগ বা বয়সের ছাপ ভালো ভাবে বোঝা যায়। আসুন আজ এমনি কিছু বলিউডের অভিনেত্রী কথা জেনে নিন, যারা বিনা মেকআপে দেখতে অন্যরকম।

প্রিয়াঙ্কা চোপড়া- বলিউড থেকে হলিউডে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও তিনি সৌন্দর্যের জন্য যথেষ্ট পরিচিত দর্শকদের কাছে। তবে তাঁর এই সৌন্দর্যের পিছনে রয়েছে যথেষ্ট মেকআপ। মেকআপ ছাড়া তিনি দেখতে সম্পূর্ণ অন্যরকম। তাঁর চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যায় এবং তার মুখে ব্রণও বোঝা যায়।

সোনাম কাপুর – বলিউডের সোনাম কাপুর তাঁর ফিটনেসের জন্যে যথেষ্ট জনপ্রিয়। তাঁকে দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু মেকআপ ছাড়া তাঁর সৌন্দর্যটা কিছুটা হলেও কমিয়ে দেয়।

দীপিকা পাড়ুকোন – বলিউডের এই জনপ্রিয় তারকাকে মেকাপ ছাড়াও খুবই সুন্দর দেখায়। তিনি মেকআপ করুক বা না করুক, তাঁর সৌন্দর্যটার খুব একটা পার্থক্য বোঝা যায় না মেকআপ ছাড়া।

আনুশকা শর্মা- তিনি মেকআপে ক্যামেরার সামনে এলে যথেষ্ট সুন্দর দেখায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি বিনা মেকআপে একটি ফটো পোস্ট করেছেন। ফটোটাই তাঁকে বেশ সরল দেখাচ্ছে। তাঁর ফ্যান ফলোয়াররা তাঁর ফটোটাই অনেক প্রশংসা করেছে।

কারিনা কাপুর খান- একসময় বলিউডে অনেক সুপারহিট মুভি করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। যদিও তিনি কিছু বছর বলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৪৯ বছর। তাঁকে মেকআপে অনেক সুন্দর লাগে। কিন্তু মেকআপ ছাড়া তাঁর মুখের কালো দাগ, ব্রণও বয়সের ছাপ বোঝা যায়।

Related Articles

Back to top button