অর্থ মন্ত্রকের নয়া চমক! বাজারে আসছে ৭৫ টাকার বিশেষ মুদ্রা, হাতে পাবেন শীঘ্রই

ভারত সরকারের (Indian Govt.) পক্ষ থেকে সম্প্রতি দু’হাজার টাকার নোট (2000 rupee note) বন্ধ হওয়ার ঘোষণা করেছে RBI। এর মধ্যেই মুদ্রা সংক্রান্ত এক বড় ঘোষণা প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার জানিয়েছে যে, এটি নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি স্মারক মুদ্রা (75 rupee coin) প্রকাশ করবে। ২৫শে মে জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তিতে, অর্থ মন্ত্রক বলেছে যে মুদ্রাটি ‘কয়েনেজ নিয়ম, ২০২৩-এর অধীনে জারি করা হবে ৭৫ টাকার মুদ্রা। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বের অধীনে ইস্যু করার জন্য টাকশালে তৈরি করা হবে’।

img 20230526 183318

খবর অনুযায়ী, এই মুদ্রার ওজন হবে ৩৫ গ্রাম।
মুদ্রাটির ব্যাস হবে ৪৪ মিমি এবং এতে ২০০টি সেরেশন থাকবে। মুদ্রাটি ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে তৈরি হবে। মুদ্রার মুখের মাঝখানে আশিকা স্তম্ভের সিংহ ক্যাপিটল থাকবে এবং নীচে হিন্দিতে কিংবদন্তি ‘সত্যমেব জয়তে’ লেখা থাকবে।

মুদ্রার উল্টোদিকে সংসদ কমপ্লেক্সের ছবি থাকবে। শিলালিপি ‘সংসদ স্নাকুল’ দেবনাগরী লিপিতে লেখা থাকবে উপরের পেরিফেরিতে এবং ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ শিলালিপি মুদ্রার নীচের সীমানায় লেখা থাকবে। আন্তর্জাতিক সংখ্যায় ২০২৩ সালের ছবিটির নীচে লেখা থাকবে।

img 20230526 183148

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৮শে মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিক রাজদণ্ড ‘সেঙ্গোল’ও স্থাপন করবেন। ১৯৪৭ সালের আগস্টে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ‘সেঙ্গোল’ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালের ২০শে ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।