আবারো বড়োসড় ধাক্কা খেলো গ্রাহকেরা! আরো এক নামী ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

এক নামী ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) দেশের সমস্ত ব্যাংকের উপরেই নজরদারি রাখে। যদি কোনো ব্যাংক অনিয়ম করে তবে আরবিআই কড়া পদক্ষেপ নিয়ে থাকে। কোনো কারণে যদি কোনো ব্যাংক আরবিআই এর নিয়ম না মেনে চলে, তবে আরবিআই সেই ব্যাংকের লাইসেন্স বাতিল (RBI cancelled Bank license) করে দেয়।
এর আগে অনেক ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাংক। লাইসেন্স বাতিল হলে সেই ব্যাংক টাকা লেনদেন করতে পারেনা। এবার নিয়ম লঙ্ঘন করার মহারাষ্ট্রের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো আরবিআই। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Bank

প্রসঙ্গত, এর আগে আরবিআই কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল। গত ২২সে সেপ্টেম্বর থেকে এই ব্যাংক সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই ব্যাংক আরবিআই এর রেগুলেশন অ্যাক্ট না মানায় বাতিল হয়েছিল লাইসেন্স। এবার একই ভাবে মহারাষ্ট্রের (Maharashtra) বাবাজি ডেট মহিলা সহকারী ব্যাঙ্ক লিমিটেড (Babaji Date Mahila Sahakari Bank Limited) নামক একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হলো। গত শুক্রবার একটি নোটিস মারফত একথা ঘোষণা করেছে আরবিআই।

বাবাজি ডেট মহিলা সহকারী ব্যাঙ্ক লিমিটেড নামক এই কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। বন্ধ হয়ে গিয়েছে লেনদেন। তবে বন্ধ হলেও গ্রাহকেরা টাকা ফিরত পাবেন। এ বিষয়ে আরবিআই জানিয়েছে, গ্রাহকেরা ৫ লক্ষ টাকা পর্যন্ত জমানো রাশি ফেরত পাবেন। তবে কোনো গ্রাহকেরা যদি ৫ লক্ষ টাকার বেশি অর্থ ব্যাংকে থাকে, তাহলে ৫লক্ষ টাকার উপরে কোনো বেশি অর্থ ফেরত পাবেন না গ্রাহক। যে কারণে অনেকটাই বিপদে পড়েছেন গ্রাহকেরা।

RBI

আরবিআই (RBI) জানিয়েছে, এই লাইসেন্স বাতিল হওয়ার ফলে উক্ত ব্যাংকটি আর লেনদেন করতে পারবে না। সেই অনুমতি কেড়ে নেওয়া হলো। এর ফলে কোনো গ্রাহকেরা কাছ থেকে টাকা নেওয়া কিংবা টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে এই ব্যাংক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এ প্রসঙ্গে আরবিআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “ব্যাঙ্কটির যা বর্তমান আর্থিক অবস্থা তাতে এটি আমানতকারীদের পুরো টাকা ফেরত দিতে পারবে না। যদি ব্যাঙ্কটিকে তার ব্যাঙ্কিং ব্যবসা চালিয়ে যেতে দেওয়া হয় তবে জনস্বার্থের উপর বিরূপ প্রভাব পড়বে।”