২০০০-র পর এবার ৫০, ১০০, ২০০ টাকা নিয়ে বড় পদেক্ষেপ RBI-র! কি বলছে অর্থ মন্ত্রক

কয়েক দিন আগেই আরবিআই (Reserve Bank of India) এর পক্ষ থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। যদিও এখনই এই নোট অচল হবে না বলেই জানা গিয়েছে। জনগণ ২০০০ টাকার নোট পরিবর্তন করার সুযোগ পাবেন আগামী সেপ্টেম্বর (September) মাস পর্যন্ত। এরই মধ্যে প্রচলিত অন্যান্য নোট সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে আরবিআই (RBI)। যেমন ৫০, ১০০ এবং ২০০ টাকার নোট নিয়েও আলোচনা চলছে।

img 20230526 200258

বর্তমান সময়ে বাজারে খুজরোর বেশ আকাল দেখা যাচ্ছে। যার ফলে হয়রানির মুখে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। কম বাজেটের কেনাকাটার জন্য বড় নোট খুচরো করানো কষ্ট কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এটিএম (ATM) থেকেও প্রায় বড় নোট বের হওয়ার জন্য সমস্যা আরো বাড়ছে। এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাপারে বড়সর পদক্ষেপ নিতে চলেছে।

img 20230526 200649

দেশে খুচরো টাকার সংকট নতুন বিষয় নয়, অনেকদিন থেকেই এই সমস্যা চলে আসছে। যদিও ইউ পি আই (UPI) পদ্ধতি আসার পর কিছুটা হলেও সমস্যা লাঘব হয়েছে। তবে এই সমস্যার সম্পূর্ণ সমাধান এখনো ঘটেনি। এবার এই অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসলো আর বি আই (RBI)।

img 20230526 200739

কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার এটিএম (ATM) গুলোতে ছোট অংকের নোট সংখ্যা বাড়ানোর কথা চিন্তা ভাবনা করছে। বিশেষ করে ২০০, ১০০, এবং ৫০ টাকার নোট সংখ্যা বাড়ালে অনেক বেশি উপকৃত হবে সাধারণ জনগণ। শীঘ্রই এই নির্দেশিকা জারি হবে সরকারের পক্ষ থেকে এমনটাই মনে করা হচ্ছে।

img 20230526 200333

দেশের অন্দরে খুচরা নিয়ে সমস্যার কারণে RBI একটি সভার আয়োজন করে, যার মুখ্য আলোচ্য বিষয় ছিল খুচরো সমস্যা। এই বিষয়ে অনেক ভিন্ন মতামত পাওয়া গেলেও, UPI এর মাধ্যমে এটিএম (ATM) শুরু করার ব্যাপারটা RBI কর্মকর্তাদের খুব পছন্দ হয়েছে ও ভালো লেগেছে। এখন দেখার বিষয় আগামীতে এই সমস্যার কত তাড়াতাড়ি সুফল পাওয়া যায়।