প্রতিবাদের ফল মিললো! কুত্তা পাল্টে দত্ত লেখা রেশন কার্ড পেলেন বাঁকুড়ার ব্যাক্তি

কুত্তা পাল্টে দত্ত লেখা রেশন কার্ড পেলেন

ভারতীয় নাগরিকদের বিনা পয়সায় রেশন দেওয়া হয়। সেই রেশন নেওয়ার জন্য ব্যাবহার করতে হয় রেশন কার্ড। এবার সেই রেশন কার্ডেই (Ration Card) নাম ভুল আসলো গ্রাহকের। তবে এটাই প্রথম নয়, এর আগে আঁধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ডে নাম ভুল আসার অভিযোগ উঠেছিল। যেখানে কারো পদবি তো কারো নামই পরিবর্তন করে দিয়েছিল। তবে এবারের ভুলটা একটু অন্য রকম। যা শুনলে আপনি চমকে যাবেন। এই ভুল সংশোধনের জন্য এক ব্যাক্তি অনন্য উপায় প্রতিবাদ চালানেন। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Srikant Kumar Dutta

আসলে ঘটনাটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিকনা (Bikna Bankura) এলাকার ঘটনা। যেখানে শ্রীকান্তি কুমার দত্তের (Srikant Kumar Dutta) রেশন কার্ডে নাম এসেছে শ্রীকান্তি কুমার ‘কুত্তা’ (Srikant Kumar Kutta)। এই ভুল সংশোধনের জন্য বহু চেষ্টা করেছেন তিনি। অনেক বড় বিডিও অফিসে গিয়েছেন তিনিম তবে কোনো সুরাহা মেলেনি। প্রতিবারই হতাশ হয়ে ফিরতে হয়েছে তাকে।

তবে এবার নাম সংশোধন করতে এক অনন্য উপায় অবলম্বন করলেন তিনি। স্থানীয় বিডিও (BDO)-র দৃষ্টি আকর্ষণ করতে কুকুরের মতো আচরণ করলেন। বিডিও অফিসার গাড়ি থেকে নামতে, তিনি কুকুরের মতো তাঁর কাছে ছুটে গেলেন এবং ভেউ ভেউ আওয়াজ করতে লাগলেন। তাঁর এই আচরণে অবাক হয়েছেন সকলে। তবে এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি।

Social Media

প্রায়শই এমনটা শোনা যায়। পূর্বেও নাম বা পদবি ভুল হওয়ার ঘটনা ঘটছে। তবে এই তার জন্য এই দৃশ্য এই প্রথম। একবার নাম বা পদবি ভুল আসলে তা পরিবর্তন করতে গিয়ে মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়। ফলে তিনি এমনই এক উপায় বের করে নিলেন। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যা দারুন ভাবে ভাইরাল (Video Viral) হচ্ছে। তবে তাঁর প্রতিবাদ কাজে এসেছে। তিনি তাঁর আসল পদবী দিয়ে রেশন কার্ড পেয়েছেন।