কেউ থাকেন 2BHK তে, আবার কেউ কোটি টাকার কোম্পানির মালিক! বিজনেস টাইকুন রতন টাটার পরিবারের এই তথ্যগুলি অবাক করবে আপনাকেও

কেউ কোটি টাকার কোম্পানির মালিক

ভারতের অন্যতম পুঁজিপতি পরিবার (Business Tycoon) হলো টাটা পরিবার (Tata Family) । স্বাধীনতার বহু পূর্বে জামসেদজী টাটার উদ্যোগে ভারতে প্রথম দেশীয় উদ্যোগে শিল্পের সূচনা হয়। টাটা গ্রুপ ভারতের ইস্পাত শিল্পের বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল সে সময়। বর্তমানেও ভারতের ব্যাবসায় উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে টাটা গ্রুপ।

প্রসঙ্গত, বর্তমানে রতন টাটা (Ratan Tata) টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান। যিনি ভারতের অন্যতম পুঁজিপতি। তাঁকে চেনেন না এমন মানুষ খুব কম। রতন টাটা অনেকের কাছেই অনুপ্রেরণা। তিনি টাটা পরিবারের সদস্য। তবে রতন টাটা ছাড়াও পুঁজিপতি টাটা পরিবারের আরো অনেক সদস্য রয়েছেন, যাদের নাম আপনারা হয়তো অনেকেই শোনেননি। আজ টাটা পরিবারের সেই সমস্ত সদস্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব।

Tata

১) সাইমন নেভাল টাটা (Simone Naval Tata)

শুরু করা যাক টাটা পরিবারের অন্যতম সদস্য ও রতন টাটার মা কে দিয়ে। যাঁর নাম সাইমন নেভাল টাটা। ইনি রতন টাটার পিতা নেভাল টাটার দ্বিতীয় সন্তান এবং রতন টাটার সৎ মা।

২) জিমি টাটা (Jimmy Naval Tata)

জিমি টাটা, হয়তো অনেকেই নাম শোনেননি। তিনি রতন টাটার দাদা। যিনি রতনের থেকে দুই বছরের বড়। রতন টাটার মতো তিনিও অবিবাহিত। খুবই সাধারণ ভাবে জীবন যাপন করেন তিনি। মুম্বাই শহরের কোলাবায়তে একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন তিনি।

Jimmy

৩) নোয়েল টাটা (Noel Naval Tata)

রতন টাটার আরেক ভাইয়ের নাম হলো নোয়েল টাটা। যিনি সিমোন টাটার নিজস্ব কোম্পানি ট্রেন্টের চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালে তিনি রতন টাটা ট্রাস্টের সাথে ট্রাস্টি হিসাবে যুক্ত হয়েছিলেন। প্রসঙ্গত, তিনি টাটা গ্রুপের শেয়ার হোল্ডারও বটে।

৪) নেভিল টাটা (Neville Tata)

টাটা পরিবারের আরেক উল্লেখযোগ্য সদস্য হলো নেভিল টাটা। যিনি নোয়েল টাটার পুত্র ও রতন টাটার ভাইপো। মূলত টাটা কোম্পানির ওয়েস্টসাইড, স্টার বাজার এবং ল্যান্ডমার্ক স্টোরের মতো ব্র্যান্ড গুলি নেভিল টাটার হাতে রয়েছে।

Neville Tata

৫) মানসী টাটা (Manasi Tata Kirloskar)

টাটা পরিবারের পুত্রবধূ হলেন মানসী টাটা। যিনি নেভিল টাটার স্ত্রী। রতন টাটা ও নোয়েল টাটা সম্পর্কে তাঁর শশুর হন। ২০১৯ সালে নেভিলের সঙ্গে তাঁর বিয়ে হয়।

Ratan Tata