বাড়ির সদস্য সংখ্যা মাত্র 4 জন আর তার জন্য 20 কোটি টাকার বাংলো, দেখুন রাম কাপুরের বাংলোর অন্দরমহলের ভাইরাল ছবি

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা রাম কাপুরের সম্পত্তির পরিমাণ যে কোন বলিউড তারকার থেকেও কম নয়। তিনি হিন্দি সিরিয়ালে বহুবছর ধরে অভিনয় করে আসছেন। তাঁর যে কোন চরিত্র দর্শকরা বেশ উপভোগ করে। বাস্তবিক জীবনে তিনি বলিউডের তারকাদের মতো সমপরিমাণ সম্পত্তির মালিক। তিনি মুম্বাইয়ের বিলাসবহুল জীবনযাপন করেন।

সম্প্রতি তিনি মহারাষ্ট্রের আলিবাগে একটি বিলাসবহুল বাংলো বাড়ি কিনলেন। আলিবাগ হলো কোলাহলমুক্ত শহরতলী। এখানে বলিউড তারকারাও নিজেদের বাংলো কিনে থাকেন। এই বাংলা ছাড়াও রাম কাপুরের কাছে আরও চারটি বাংলা রয়েছে। তাঁর নতুন বাংলোতে বেশ বড় লিভিং রুম রয়েছে। রুমে কাচের জালনা রয়েছে। সেই জালনা দিয়ে সম্পূর্ণ বাগানের দৃশ্য দেখা যায়। এছাড়াও ঘরের ভেতরে দুটো বড় বড় আরামদায়ক সোফা রয়েছে এবং ঘরের মাঝখানে ঝুলছে একটি ঝাড়লন্ঠন। যা ঘরের শোভাকে আরো বাড়িয়ে দিয়েছে।

ঘরের প্রতিটা দরজাই কাঁচের। দরজা থেকে বাইরে বেরোলেই সবুজ ঘাসে পা পড়বে। সুইমিং পুলও রয়েছে। অভিনেতা রাম কাপুর এর ওজন বেশি ছিল কিন্তু তিনি কমিয়েছেন। তিনি এবং তাঁর স্ত্রী ফিটনেস নিয়ে যথেষ্ট সজাগ। সেই কারণে নতুন বাংলোই তাঁরা জিমও রেখেছে। ডাইনিং রুমের মাঝে রয়েছে লম্বা কাঠের টেবিল। টেবিলে কমপক্ষে ১২ জন গদি আঁটা চেয়ার ও টুলে বসে খেতে পারবেন। বিলাসবহুল বাংলোটার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

রাম কাপুর বলেছেন, ‘ছেলে মেয়েরা সব সময় আর সঙ্গে থাকে না। তাই বৃদ্ধ বয়সে আমি আর আমার স্ত্রী এইখানে শান্তিতে থাকতে চাই। তাছাড়া বরাবরই স্বপ্ন ছিল, এমনই একটা বাড়ি কেনার। এই বাড়িতেই আমার নাতি নাতনীদের সাথে মজা করতে পারব, আমার স্বপ্নটা আজ পূরণ হলো। তাছাড়াও প্রতি সপ্তাহে ছুটি কাটানোর জন্য সপরিবারে এইখানে আসবো।’

Related Articles

Back to top button