Rakesh Jhunjhunwala: ৬২ বছর বয়সে প্রয়াত হলেন শেয়ার মার্কেটের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালা

শেয়ার বাজারের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালা আজ পৃথিবীকে বিদায় জানালেন

সম্প্রতি, ভারতীয় শেয়ার বাজারের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়াল (Rakesh jhunjhunwala) পৃথিবীকে চির বিদায় জানিয়েছেন। তার এই মৃত্যুর খবরেসবাই হতবাক। কারণ তার এই বয়স মৃত্যুর বয়স নয়, বর্তমানে তার বয়স ছিল ৬২ বছর। শেয়ার বাজারের (Stock market) যদি কেউ মাস্টারস্টক খেলে থাকেন সেটা হল একমাত্র রাকেশ ঝুনঝুনওয়ালা। রাকেশ বাবু ও তার স্ত্রী রেখার উভয়ের মোট শেয়ার রয়েছে ৪৫.৯৭%।

rakesh jhunjhunwala
rakesh jhunjhunwala airlines

জানিয়ে রাখি, গত মাসে ৫ই জুলাই তার জন্মদিন উদযাপন হলো। এটা বললে ভুল হবেনা তিনি, শেয়ার বাজারে যে জিনিসই হাত দিক না কেন সেটাই সোনা হয়ে যায়। তিনি ৩৬ বছর আগে বিনিয়োগের যাত্রা শুরু করেছিলেন মাত্র ৫০০০ টাকা লাগিয়ে। আজকের দিনে তার মোট সম্পত্তি ৮০ হাজার কোটি টাকা। শেয়ার মার্কেটে তার স্টক বাছাইয়ে দক্ষতা ছিল অতুলনীয়। তাই তার স্টক বাছাইকে অনুসরণ করত লক্ষাধীক বিনিয়োগকারীরা।

 

ঝুনঝুনওয়ালা কলেজ চলাকালীন পড়াশোনার পাশাপাশি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তখন তিনি নিশ্চিত হয়েছিলেন যে যদি কোন জায়গা থেকে বড় অর্থ উপার্জন করা যায় সেটি হল শেয়ার বাজার। আর একটা ব্যাপার হলো তার শেয়ারবাজারে আসার আগ্রহ বেড়েছিল তার বাবার জন্য। তার বাবা ছিলেন একজন কর আধিকারিক। তিনি তার বন্ধুদের সাথেও শেয়ার বাজার নিয়ে কথা বলতে এবং এর ইতিবাচক দিকগুলো নিয়ে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন।

rakesh jhunjhunwala
rakesh jhunjhunwala stock

রাকেশ ঝুনঝুনওয়াল ‘RARE এন্টারপ্রাইজ’ নামে একটি প্রাইভেট সংস্থা চালাতেন। যেটি স্থাপন করেছিলেন ২০০৩ সালে। এই কোম্পানির প্রথম দুটি শব্দ ছিল তার নামে এবং শেষ দুটি শব্দ তার স্ত্রী রেখার নাম। সম্প্রীতি, তিনি এভিয়েশণ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন।