রেলের ৪০০০ ও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, দশম শ্রেণী পাস পরীক্ষার্থীরাও করতে পারবেন আবেদন

আজকালকার ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই আছে যারা  সরকারি চাকরি পাওয়ার জন্য ক্রমশ চেষ্টা করেই চলেছে। কেউ রেলের জন্য চেষ্টা করে, কেউ ব্যাংকের জন্য চেষ্টা করে, কেউ আবার পুলিশ, আর্মি এসবের জন্য চেষ্টা করে এবং অনেকে আবার আছে সবধরণের ফিল্ডের জন্যই চেষ্টা করে। আজ আমরা এই আর্টিকেলে যেইসব ছাত্র-ছাত্রীরা রেলে চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তাঁদের জন্য এনেছি একটি সুখবর।

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পশ্চিম রেল ট্রেড অ্যাপরেন্টিস পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বলা হচ্ছে ৩০০০ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে। এই পদ গুলিতে যদি ছাত্র-ছাত্রী আবেদন করতে চায় তাহলে তাদের rrc-wr.com অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

কতগুলি শূন্য পদে করা যাবে আবেদন

এই নিয়োগ প্রক্রিয়ায় যেই যেই পদে লোক নেওয়া হবে সেগুলি হলো- ফিটার, ওয়েল্ডার, কারপেন্টার, টার্নার, পেন্টার, ম্যাকানিক, কট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি। মোটা ৩৬১২ টি পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে দশম শ্রেণীতে ৫০% নম্বর নিয়ে পাশ করতে হবে। এছাড়া প্রযুক্তি গত শিক্ষার প্রমাণ হিসেবে প্রার্থীর কাছে NCVT বা SCVT (NATIONAL TRADE CERTIFICATE) থাকতে হবে।

বয়স সীমা কত?

এই পদ গুলিতে আবেদন ও তারপর নিয়োগ হতে গেলে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবেই প্রার্থী আবেদন ও তারপর নিয়োগ হতে পারবে।

আবেদনের ফিস কত?

এই পদ গুলিতে আবেদন করতে ছাত্র-ছাত্রীদের ১০০ টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু sc, st ও মহিলাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না।

কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবে না

১) যেইসব প্রার্থীদের আইটিআই ফল প্রকাশিত হয়নি সেইসব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে না।

২) আইটিআই-তে অকৃতকার্য প্রার্থীরাও আবেদন করতে পারবে না।

৩) ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ডিপ্লোমাধারী প্রার্থীরাও আবেদন করতে পারবে না।