মাত্র ১ টাকার বিনিময়ে রেল দিচ্ছে ১ লক্ষ টাকার বীমা, এই উপায়ে পাবেন সুবিধা

১ টাকার বিনিময়ে রেল দিচ্ছে ১ লক্ষ টাকার বীমা

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেল পথে যাতায়াত করে থাকেন। ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুবিধার কথা ভেবে মাঝে মাঝেই নানা পদক্ষেপ নিতে থাকে। যাত্রীদের জন্য এমন অনেক সুবিধা চালু রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। আজ এমনই এক সুবিধার কথা বলবো। আসলে ভারতীয় রেল যাত্রীদের জন্য ভ্রমণ বীমা (Travel Insurance) সুবিধা চালু করেছে। খুব স্বল্প মূল্যে যাত্রীদের এই বীমা প্রদান করছে ভারতীয় রেল। আজকের প্রতিবেদনে আপনাদের ভারতীয় রেলের ভ্রমণ বীমা সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। চলুন জেনে নিন।

Train

ভারতীয় রেল যাত্রীদের খুব স্বল্প মূল্যে বীমা (Low Cost Insurance) প্রদান করে থাকে। তবে অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। যে কারণে বেশির ভাগ যাত্রী এই সুবিধা থেকে বঞ্চিত হয়। টিকিট বুকিং (Tickets Booking) করার সময়ই আপনি এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। তথ্য অনুসারে, কোনো যাত্রী যখন অনলাইনে অ্যাপ বা ওয়েবসাইটের মাধমে টিকিট বুক করেন, তখন ট্রাভেল ইন্স্যুরেন্সের (Travel Insurance) নামে একটি অপশন দেখা যায়। এই অপশনে ক্লিক করলেই ভ্রমণ বীমার সুবিধা (Benifit Of Travel Insurance) পেতে পারেন।

এর পর থেকে ভারতীয় রেলে টিকিট বুক করার সময় অবশ্যই এটি মাথায় রাখবেন। তবে সকল যাত্রী কিন্তু এই সুবিধা পাবে না। স্লিপার বা যে কোনো কোচে টিকিট রিজার্ভেশন করলে এই সুবিধা পাবেন। অনলাইন ছাড়া যদি রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করেন তাহলেও এই সুবিধা পাবেন। এখান থেকে টিকিট বুক করলে আপনাকে বীমা ফর্মের আকারে দেওয়া হবে।

Train

এই ছোট কাজটি মাথায় রাখলে, ভবিষ্যতে অনেক বড় সুবিধা পেতে পারে। এর জন্য মাত্র এক টাকার খরচ করতে হবে। ১ টাকা খরচ করেই পেয়ে যাবেন এই বীমার সুবিধা। কিন্তু কি সুবিধা পাবেন এই বিমায় জানেন কি? ধরুন রেল যাত্রার সময় কোনো দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু হলো, তবে তার পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। বীমা কোম্পানি এই টাকাটি দেবে। একই দুর্ঘটনায় যাত্রী প্রতিবন্ধী হলে, তাকেও ১০ লক্ষ টাকা দেওয়া হবে। অন্যদিকে যদি ট্রেন দুর্ঘটনায় যাত্রী আংশিকভাবে অক্ষম হয়, তবে সেই যাত্রী ৭ লক্ষ ৫০ হাজার থাকা পাবে। এছাড়া সামান্য আহত হলে ১০ হাজার টাকা এবং গুরুতর আহত হলে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার টাকা পাওয়া যাবে।