একসময় আশিকির মতো হিট সিনেমার দেওয়া অভিনেতা রাহুল রায় এর বর্তমান রূপ দেখে চেনা দায়, দেখুন ছবি
আশিকির মতো হিট সিনেমার দেওয়া অভিনেতা রাহুল রায় এর বর্তমান রূপ

বলিউডে (Bollywood) এমন অনেক ছবি রয়েছে যেগুলো এভারগ্রিনের তকমা পেয়েছে। এর মধ্যে ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি’ (Aashiqui) ছবিটি উল্লেখযোগ্য। ছবিটি বক্সঅফিসে দারুণ হিট হয়েছিল। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল রাহুল রায় (Rahul Roy) ও অনু আগরওয়ালকে (Anu Agarwal)। ছবিটি বক্সঅফিসে দারুণ সাফল্য পেলেও, রাহুল রায় সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি নায়ক হিসেবে। আজ তিনি কি করছেন অনেকেই জানতে চান? চলুন অভিনেতা রাহুল রায় সম্পর্কে কিছু অজানা কথা জেনে নিন।
১৯৯০ সালে ‘আশিকি’ ছবির মধ্যে দিয়ে প্রথম বলিউডে পা রাখেন অভিনেতা রাহুল রায় (Rahul Roy)। প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। এরপর কাজ করেছেন অসংখ্য ছবিতে। তবে সেভাবে সাফল্য লাভ করতে পারেননি। ‘আশিকি’ ছবির মুক্তির পর তিনি মানুষের মনে ভালো প্রভাব ফেলেছিলেন। অনেকেই তাঁর লুক দেখে তাঁকে চকলেট বয় নামও দেন। তাঁর চুলের স্টাইল ও চেহারায় অনেকেই ফিদা হয়ে যান।
তবে সময় কেটেছে, ঘটেছে নানা পরিবর্তন। সেদিনের সেই চকলেট বয়ের চেহারাতেও অনেক পরিবর্তন এসেছে। এখন অনেকেই অভিনেতাকে দেখে চিনতে পারছেন না। বর্তমানে অভিনেতার বয়স ৫৫। এক সময়ে চকলেট বয় ও রোমান্টিক নাটক হিসাবে খ্যাত রাহুল অনেকটা মোটা হয়েছেন। মুখে বয়সের ছাপও স্পষ্ট। তাঁকে দেখলে বোঝা যাবে না এই সেই ‘আশিকির’ রাহুল।
যদিও চেহারায় পরিবর্তন ঘটলেও আজও তাঁর স্মার্টনেস অনেককেই হার মানাবে। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি সোশ্যাল মিডিয়াতে (Social Media) থাকতেও পছন্দ করেন। সোশ্যাল মিডিয়া জুড়ে নানা সময় নানা পোস্ট করতে দেখা যায় তাঁকে। তবে বড় পর্দাতে তাঁকে আর দেখা যায় না। অনেক দিন আগেই তিনি বড়পর্দা থেকে দূরে সরে গিয়েছেন। কিন্তু বর্তমানে তিনি নতুন প্রজেক্ট ‘আন্ধার’ (Aandhar)-এর জন্য নতুন করে খবরের শিরোনামে রয়েছেন।