রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি না বিরাট কোহলি? কে হলেন সুরেশ রায়নার নজরে সেরা ক্যাপ্টেন! জানালেন মনের কথা

বর্তমানে টিম ইন্ডিয়ায় সুরেশ রায়না কে একজন প্রমিসিং ক্রিকেটার হিসেবে ধরা হচ্ছে। নিজের পারফরম্যান্সের জোরে টিম ইন্ডিয়া নিজের ভিত শক্ত করছেন রায়না। ২০০৫ সালে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বের সময় ভারতীয় দলের প্রথম খেলা শুরু করেছিলেন সুরেশ রায়না। ২০০৫ থেকে নিজের ক্যারিয়ার শুরু করলেও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলে এম এস ধোনির ক্যাপ্টেনসিতে সবথেকে বেশি খ্যাতি অর্জন করেছেন রায়না। ২০১১ সালে বিশ্বকাপে ক্যামিও উপহার পেয়েছিলেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টি তে সেঞ্চুরি করে দর্শকদের মন জয় করেছিল ।কার্যত তাঁর পারফরম্যান্স সবটাই ধোনির ক্যাপ্টেন্সিতে। ধোনির পর বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতেও বেশ কিছুদিন টিম ইন্ডিয়ায় প্রতিনিধিত্ব করেছেন সুরেশ রায়না। সম্প্রতি সুরেশ রায়না এসেছিলেন আরজি রৌনকের জনপ্রিয় শো “তেরা জবাব নেহি” তে। শোতে তাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলা হয়। সেই প্রসঙ্গে উঠে আসে তাঁর পছন্দের তিন অধিনায়ক এর কথা। ক্যাপ্টেন্সি দিক থেকে কে এগিয়ে তা বলতে গিয়ে তিনি ধোনি ,রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির প্রসঙ্গ টেনে আনেন। কার্যত এই শোতে এসে তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্রমানুসারে তিনি নিজে যে তিন অধিনায়ক এর অধীনে খেলেছেন তাদের স্থান দিয়েছেন।

সুরেশ রায়না এই তিন অধিনায়কের অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে বলেন ” আমি একজন খেলোয়াড় এবং একজন ব্যাটসম্যান। আমি যখন খেলা শুরু করেছিলাম তখন আমি রাহুল ভাইয়ের অধিনায়কত্বে খেলতাম। তবে অধিনায়ক হিসেবে মাহি ভাইয়ের সাথে আমি অনেক ক্রিকেট ম্যাচ খেলেছি। ” অধিনায়কত্বের ব্যাপারে বলতে গিয়ে তিনি আরো বলেন “অধিনায়ক হিসাবে বিরাট কোহলি ও যথেষ্ট ভালো।ক্রিকেট মাঠে বিরাট এবং আমার বেশ কিছু পার্টনারশিপ রয়েছে তাছাড়া অনেক রেকর্ড গড়েছি আমরা ।

এই তিন জন কে অধিনায়ক হিসাবে আমি যেভাবে স্থান দেবো তাহলো এমএস ধোনি, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। “ক্রিকেট মাঠের সুরেশ রায়না এবং এমএস ধোনির যুগলবন্দির কথা সবাই জানে। কার্যত সুরেশ রায়না এখনো পর্যন্ত নিজের সেরা পারফর্মেন্স দিয়েছেন ধোনির ক্যাপ্টেনসিতেই। শুধু ক্রিকেটে নয় ,আইপিএলেও এই দুজনকে একসাথে খেলতে দেখা গেছে । ধোনির ক্যাপ্টেন্সি তে আইপিএল মাঠে সুরেশ রায়না জিতেছিলেন মিস্টার আইপিএল খেতাবও।

আইপিএলে তিনবার খেতাব জিতেছিলেন এই জুটি। যদিও পরবর্তীকালে আইপিএলের ম্যাচ থেকে সিএসকে কে যখন ব্যান করে দেওয়া হয় তখন কিছুদিনের জন্য ধোনি পুনের হয়ে এবং সুরেশ রায়না গুজরাটের হয়ে খেলেছেন। কিন্তু ২০১৮ সালে আইপিএল মাঠে চেন্নাই সুপার কিংস ফিরতেই হলুদ জার্সি গায়ে মাঠে ফিরতে দেখা গিয়েছিল ধোনি-রায়না জুটিকে। উল্লেখ্য গত বছর ১৫ ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সুরেশ রায়না।

Related Articles

Back to top button