সাউথের ৬ টি ছবি ছাড়া কোনটি চলেছে?’, ‘লাল সিং চাড্ডা’ প্রশ্নে এ কী বললেন আর মাধবন

লাল সিং চাড্ডা ফিল্মের বিষয় মুখ খুললেন অভিনেতা আর.মাধবন

বলিউডের (Bollywood) সুপারস্টার মিস্টার পারফেক্টসানিস্ট, অর্থাৎ আমির খানের (Aamir Khan) সম্প্রতি ‘লাল সিং চাড্ডা'(Laal singh chadda)ফিল্মটি মুক্তি পেয়েছে। ৪ বছরের লম্বা বিরতির পর আমির খান আবার বলিউডে কাম ব্যাক করেছেন। কিন্তু আমির খানের (Aamir Khan)সময় খুব একটা ভালো কাটছে না। বিষয়টি হলো ‘লাল সিং চাড্ডা’ ফিল্মটি মুক্তির আগেই বিতর্কের মধ্যে জড়িয়ে পরেছিল। আর ফিল্মের থেকে যতটা আয় করবে বলে আশা করা হয়েছিল ফিল্মটি ততটা আয় করতে পারেনি। কিন্তু কেন লাল সিং চাড্ডা ফিল্ম ফ্লপ প্রমাণিত হলো সেই বিষয় কমেন্ট করেছে অভিনেতা আর.মাধবন (R. Madhavan)। তিনি একটি বয়ানের মাধ্যমে জানিয়েছেন যে কেন লাল সিং চাড্ডা ফিল্মটি লোকদের ভালো লাগেনি, অথচ তার ‘রকেট্রি: দ্যা নাম্বি ইফেক্ট’ ফিল্মটি লোকেদের ভালো লেগেছে। আসুন আর্টিকেলের মাধ্যমে জেনেনি কি বলেছে আর.মাধবন (R. Madhavan)।

সম্প্রতি আর.মাধবনের আসন্ন ফিল্ম ‘ধোখা’-এর লঞ্চ হয়েছে। এই ফিল্মে মাধবনের সাথে রয়েছেন অপশক্তি খুরানা, খুশিলি কুমার এবং দর্শন কুমার। টিজার লঞ্চের অনুষ্ঠান চলাকালীন যখন মাধবনকে লাল সিং চাড্ডা ফিল্মের বিষয় জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছেন যে আমির ফিল্মের জন্য অনেক পরিশ্রম করলেও মানুষের আগ্রহ এখন যেহেতু ওয়ার্ল্ড সিনেমার দিকে বৃদ্ধি পেয়েছে সেহেতু লোক এখন ওয়ার্ল্ড সিনেমার সাথে ফিল্মটিকে তুলনা করেছে আর এই কারণে ফিল্মটি ফ্লপ প্রমাণিত হয়েছে।

R. Madhavan

মাধবন আরো বলেছেন যে “আমরা যদি জানতাম তাহলে আমরা হিট ফিল্মই তৈরি করতাম। কেউই নিজের ফিল্ম শুরু করার সময় ভাবে না যে সে ভুল ফিল্মে কাজ করছে। সব ফিল্মের জন্যই অভিনেতারা কঠোর পরিশ্রম করে। তবে আমার মনে হয় যে আমার ফিল্ম ও লাল সিং চাড্ডার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমার ফিল্ম একটি বায়োপিক ছিল যা যখনই রিলিজ হোক মানুষের পছন্দ আসবে। অর্থাৎ রিলিজ কখন হচ্ছে তাতে কিছু জায়ে আসতো না।”

এরপর মাধবনকে যখন জিজ্ঞাসা করা হলো কেন তিনি নিজের ফিল্মের রিমিক তৈরি করেন না? তার উত্তরে মাধবন জানান যে তিনি কখনো নিজের ফিল্মের রিমিক করেন না। তার কাছে যখন থ্রি ইডিয়ট ফিল্মের তামিল রিমিক করার অফার এসেছিল তখন তিনি মানা করে দিয়েছিলেন। কারণ তিনি জানিয়েছেন তার পক্ষে এটি খুব কঠিন বা অসম্ভব একটি কাজ যে প্রথমে একটি সিন করো এবং তারপর আবার সেরকমই আবার আরেকটি সিন করো। এছাড়া সবসময় রিমিক ফিল্মের তুলনা অরিজিনালসের সাথে করা হয় যার ফলে ফিল্মে কাজ করার পরিশ্রম ও মজা নষ্ট হয়ে যায়।

R. Madhavan

দক্ষিণ বনাম বলিউড মামলার প্রসঙ্গে আর.মাধবন বলেছেন ‘দেখুন ফিল্মটি ভালো হলে মানুষ থিয়েটারে দেখতে আসবেই। আর দক্ষিণের ফিল্মের পারফরমেন্স সর্বদা ভালোই ছিল।যেমন বাহুবলি ১ ও ২, , পুষ্পা, কেজিএফ ১ ও ২ ফিল্ম গুলি হিন্দি বা বলিউড ফিল্ম গুলির থেকে বেশি আয় করা ফিল্ম। তবে এই ৬ টি ফিল্মের জন্য এটা বলা যেতে পারে না যে বলিউডের ফিল্ম সব বেকার। যদি ভালো ফিল্ম আসে অবশ্যই সেটা চলবে।