পুজোর আগেই দুর্দান্ত সুখবর! কোটি কোটি দেশবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৫০ হাজার টাকা

কৃষি ভাইদের জন্য ৫০ হাজার টাকা করে লোন ব্যাঙ্ক PNB, দেখুন কিভাবে আবেদন করবেন

পুজোর আগেই কৃষি ভাইদের জন্য সুখবর। কৃষকদের জন্য এবার সাহায্যের হাত বাড়ালেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একজন গ্রাহক হন এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনিও পেতে পারেন ৫০,০০০ টাকা। এই টাকা (Indian Ruppes) কৃষকদের কৃষিখেতের সাহায্যার্থেই প্রাপ্য হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আসুন জেনে নেওয়া যাক আপনি এই টাকার প্রাপ্য কিনা এবং কীভাবে আবেদন করবেন।

Punjab national bank

আমাদের দেশের ব্যাংকগুলির মধ্যে ‘পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের’ (PNB) গ্রাহক সারা দেশে ছড়িয়ে আছে। এই ব্যাংক দেশের কৃষকদের সাহায্যার্থে অনেকবার এগিয়ে এসছেন। এই ব্যাংক আবারও একবার কৃষি ভাইদের জন্য লাইমলাইটে এলেন। কৃষকদের চাষআবাদ শুরুর সময় টাকার জন্য অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। তবে পুজোর আগেই কৃষক ভাইদের জন্য এই সুখবর অনেক স্বস্তি দেবে। আসুন জেনে নেই ঠিক কোন প্রকল্পের আয়তায় এই সুবিধা পাবেন।

সম্প্রতি, ‘Punjab National Bank’ (PNB) কৃষকদের ‘কৃষান তৎকাল ঋণ প্রকল্প’ চালু করেছে। ব্যাংক কর্তৃপক্ষ এই স্কিমের কথা অফিসিয়ালি জানিয়েছেন। ২৫% ঋণ নিরাপত্তার কোন গ্যারান্টি ছাড়াই নূন্যতম নথিপত্রে ৫০,০০০ টাকার ঋণ দেবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা আপনি কৃষিকাজ বা ব্যক্তিগত চাহিদা পূরণের জন্যেও নিতে পারেন।

তবে এই কৃষি ঋণ (Agricultural loan) অধিগ্রহণের জন্য বেশ কিছু শর্ত রেখেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আপনাকে এই ঋণের সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই একজন কৃষক বা কিসি জমির ডকুমেন্টস দেখাতে হবে। এছাড়া যাদের এই ব্যাংকে ইতিমধ্যেই কিষান ক্রেডিট একাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই গ্রহণযোগ্য হবে।

PNB

এছাড়া এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য আপনার ২ বছরের সঠিক ব্যাঙ্ক রেকর্ড থাকতে হবে। এই প্রকল্পের আবেদনকারীরা সর্বোচ্চ ৫০,০০০ গ্রহণযোগ্য হবে। এই প্রকল্পের বিশেষ সুবিধা হল, এর জন্য কোন বন্ধক বা কোন কিছু জমা দিতে হবে না। এর জন্য আপনাকে প্রয়োজনীয় নূন্যতম নথিপত্র শো করতে হবে। এই ঋণ পরিশোধ করার জন্য কৃষক ভাইদের ৫ বছর সময় দেওয়া হবে।