প্রকাশ্যে আসলো প্রসেনজিৎ চ্যাটার্জী’র রেজাল্ট, নিজের মুখেই জানালেন মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন

বাংলা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির খ্যাত নামা সুপারস্টার হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)। যিনি ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামে পরিচিত। ২০০০’র দশক থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে এক তরফা রাজত্ব করেছেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজও দারুণভাবে সক্রিয় বুম্বা দা। বলাই বাহুল্য তিনি নিজেই একটি ইন্ডাস্ট্রি। দীর্ঘ কয়েক বছর ধরে এই তকমাটাই সেটে গেছে তার নামের পাশে।

img 20230526 212358

বিগত কয়েক দশক ধরে টলিউড (Tollywood) জগতে দাপটের সঙ্গে কাজ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)। তার কথায় যত দিন যাচ্ছে ছবির ধরন পরিবর্তন হয়েছে ও বদলেছে মানুষের পছন্দ। টলিউড জগতে একটা সময় সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শুভেন্দু চট্টোপাধ্যায়ের মত তাবড় তাবড় অভিনেতারা রাজ করেছে। তারপর তাদের জায়গায় এসেছে পরবর্তী প্রজন্ম তাপস পাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত ও প্রসেনজিতে’র মতে অভিনেতারা।

img 20230526 212242

বুম্বা দা জানিয়েছেন যে, এই ভাবে কাজ করতে করতে টলিউড ইন্ডাস্ট্রির উপর তার দায়িত্ব অনেক বেড়েছে। অভিনেতা হিসেবে তিনি নিজেকে বারং বার সেরা প্রমাণ করেছেন, কিন্তু শিক্ষাগত যোগ্যতার (Educational Qualification) দিক থেকে কতদূর এগিয়ে বুম্বা দা? তবে, যতদূর জানা যায় পড়াশোনাতেও তুখর ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী।

খুব অল্প বয়স থেকেই গ্ল্যামার জগতে (Glamour World) পা রাখেন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে শিশু শিল্পী হিসেবে তার ক্যরিয়ার শুরু হয়। চলচ্চিত্র দুনিয়ায় ব্যস্ত থাকলেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে তার রেজাল্ট ছিল তাক লাগানোর মত। জানেন কি মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ? সেই কথা নিজের মুখেই জানালেন অভিনেতা।

img 20230526 212300

বুম্বা দা জানান, ‘তিনি ছাত্র জীবনে লেখাপড়ায় বেশ ভাল ছিলেন। মাধ্যমিকে তার ৬০ শতাংশের বেশি নম্বর ছিল’। তখনকার সময়ে ৬০ শতাংশ নম্বর মানে নিঃসন্দেহে খুব ভালো রেজাল্ট করেছিলেন প্রসেনজিৎ। পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছেন। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বুম্বা দা একজন কৃতি ছাত্র ছিলেন।