এবার দীপাবলিতে লাভবান শেয়ার বাজারে বিনিয়োগকারীরা, টাটা গ্রুপের এই শেয়ারে ১ লক্ষ টাকাতে রিটার্ন পেয়েছে ১০ কোটি

দীপাবলিতে লাভবান শেয়ার বাজারে বিনিয়োগকারীরা

শেয়ারবাজার (Share) অল্পদিন আপনাকে লাভবান করতে পারে, অন্যদিকে ভিখারিও করতে পারে। অনেকেই শেয়ার বাজারে ইনভেস্ট করে অনেক অর্থ উপার্জন করেছে বা এখনো করছে। এমন অনেক কোম্পানি আছে, যেখানে বিনিয়োগকারীরা অল্প ইনভেস্ট (Invest) করে বেশি রিটার্ন (Return) পায়। টাটার নাম এক্ষেত্রে বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, টাটা গ্রুপের (Tata Group) একটি শেয়ার বিনিয়োগকারীদের (Investor) বেশ ভালো রিটার্ন দিচ্ছে। এখানে যদি আপনি ইনভেস্ট করে রাখতেন, তবে আপনিও হতে পারতেন কোটিপতি। চলুন বিস্তারিত খবর জেনে নিন।

Stock

টাটা গ্রুপের অন্যতম একটি শেয়ার হলো টাইটান (Taitan)। যা জুয়েলারি, ঘড়ি এবং পরিধানযোগ্য এবং চোখের যত্ন বিভাগে কাজ করে। এই শেয়ার থেকে অনেক বিনিয়োগকারী বেশ মুনাফা পাচ্ছেন। অনেক দিন ধরেই টাটার এই শেয়ারটি বিনিয়োগকারীদের লাভবান করেছে এবং অনেকে কোটিপতিও হয়েছেন। সাধারণ ভাবে এটি টাটার একটি জুয়েলারি বিভাগ। আপনি যদি ২২ বছর আগে এই শেয়ারে বিনিয়োগ করতেন, তবে এই দীপাবলিতে ১লক্ষ শতাংশের বেশি লাভ করতে পারতেন। অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা লাভ হতো।

টাইটানের শেয়ারের দামের (Taitan Share Price) ইতিহাস দেখলে বোঝা যায় এর মূল্য কতটা বেড়েছে। কেননা ২০০০ সালের ২৭সে অক্টোবর টাটার এই শেয়ারের দাম ছিল ২.৬৫টাকা। কিন্তু এই দীপাবলিতে টাইটানের শেয়ার মূল্য ২,৬৭০.৬৫ টাকায় পৌঁছেছে। আজ অর্থাৎ ২২ বছর পর এই শেয়ার মূল্য ১০৪১৯৬.৮৮% বেড়েছে। অর্থাৎ কোন বিনিয়োগকারী যদি ২২ বছর পূর্বে ২০০০ সালে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন। তবে সেই বিনিয়োগকারী বর্তমানে ১০.৪৪ কোটি টাকা লাভ করতে পারতেন।

Share

এই কোম্পানির স্টক মূল্য (Stock Price) গত কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরে প্রায় ৩৫২.৬১ শতাংশ স্টক বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে স্টক ১২.২৫ % বেড়েছে । অন্যদিকে স্টক শেয়ার ৮.৮৩ % বেড়েছে গত ছয় মাসে। গত পাঁচ দিন ২.২০ শতাংশ স্টক মূল্য বেড়েছে। এর কারণ ব্যাবসায়িক পরিধির বিস্তার। কেননা টাটার এই বিভাগ ১০৫টির মতো স্টোর খুচরা বিভাগে যুক্ত করেছে। এর। মধ্যে রয়েছে টাইটান ওয়ার্ল্ডের ৭টি নতুন স্টোর, হেলিওসের ১৪টি এবং ফাস্ট্র্যাকের ২টি নতুন স্টোর।