টুপিতে ঢাকা চোখ, গোলাপি গোলাপি গাল! সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতীর ছবি

বিটাউনের একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়ালেও শেষ অবধি সুদূর মার্কিন নিবাসী গায়ক নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। বর্তমানে তাঁরা ক্যলিফোর্নিয়া নিবাসী এবং সেখানেই সুখে সংসার করছেন। ইতিমধ্যেই তাঁদের ঘর আলো করে জন্ম নিয়েছে মালতী। এবার মেয়ের অর্ধেক মুখ স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
সারোগেসির মাধ্যমে জন্ম হওয়ার পরও বেশ সমস্যা দেখা দিয়েছিল মালতীর (malti) শরীরে। যে কারণে জন্মের পর প্রায় ১০০ দিন হাসপাতালে বিশেষ ‘কেয়ার’ দিয়ে মালটিকে রাখা হয়েছিল হাসপাতালে। আর সেখানেই তাঁর চিকিৎসা চলেছিল। তবে বর্তমানে সুস্থ রয়েছে একরত্তি মালতী। আর তাঁকে সঙ্গে নিয়েই ক্যালিফোর্নিয়ায় ঘর বেঁধেছেন বাবা নিক জোনাস এবং মা প্রিয়াঙ্কা চোপড়া।
জন্মের পর থেকেই মেয়ের মুখ না দেখালেও, একটু একটু করে মেয়ের ঝলক ভাগ করে নিয়েছিলেন নেটদুনিয়ায়। তবে বুধবার মেয়ে মালতীত মুখের অনেকটাই শেয়ার করে নিলেন মা প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। যেখানে দেখা গিয়েছে গোলাপী গাল এবং মাথায় টুপি পরিহিত মালতীকে। তবে এবার মেয়ের মুখে কোনরকম ইমোজী না দিয়ে সরাসরি মেয়ের মুখের কিছুটা অংশ দেখালেন প্রিয়াঙ্কা চোপড়া।
মেয়ের ছবি শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে নেটিজনরা বুঝতে পারেন, সম্ভবত মালতীর ঘুমের সময় তোলা হয়েছিল এই ছবি। যার ফলে বেশ এবং চুপচাপ দেখাচ্ছিল মালতীকে। সেইসঙ্গে ক্যাপশনে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘বুঝেই নাও’, সঙ্গে দিয়েছেন হার্ট ইমোজি।
তবে মেয়ের বিষয়ে মা প্রিঙ্কা চোপড়া (priyanka chopra) বলেছেন, নিজের মেয়েকে একজন রাজকন্যার মত করেই বড় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। কোনদিনই নিজেদের ইচ্ছেগুলো জোর করে চাপিয়ে দেবেন না মেয়ের উপর। জানিয়ে রাখি, সবে আত্র ১০ মাস বয়স হয়েছে মালতীর।