বিলাসবহুল হোটেল খুললেন প্রিয়াঙ্কা চোপড়া!খাবারের দাম দেখে মাথায় বাজ আমজনতার, ১০০০ টাকা থেকে শুরু সিঙ্গারা

বলিউড জগতে সুন্দরী এবং প্রতিভাবান নায়িকাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে অনেক ভালো ভালো মুভি উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন তথা বলিউডের সাথে সাথে তিনি হলিউডেও প্রবল জনপ্রিয় নায়িকা হলেন প্রিয়াঙ্কা চোপড়া।

অভিনেত্রী বর্তমানে নিক জোনের সাথে বিয়ে করে এখন বিদেশে থাকেন। তিনি হলিউডেই এখন কাজ করছেন। শুধু ভারতের দর্শকদেরই তিনি মন জয় করেননি, আজ বিদেশেও তাঁর ফ্যান ফলোয়ার কম নয়। তবে প্রিয়াঙ্কা বিদেশে বাঙালিদের জন্য এবার একটি বিলাসবহুল রেস্টুরেন্টে খুলেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে ‘সোনা’। এখানে সিঙ্গারা থেকে গোলগাপ্পা, ধোসা , কুলছা , ফুচকা, বাঙালিদের কিছু আমিষ পদও থাকবে রেস্টুরেন্টে।
তবে মেনু গুলোর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটি সিঙ্গারের দামই হলো ১০৩৯ টাকা এবং অন্যান্য পদের দাম বা তারও বেশি।

প্রিয়াঙ্কা চোপড়া নিজে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “সোনাকে সকলের সামনে উপস্থাপন করতে পেরে আমি ভীষণভাবে রোমাঞ্চিত। নিউ ইয়র্কে রেস্তোরাঁতে প্রত্যেক ভারতীয় নিজেদের বাড়ির মত পরিবেশ পাবেন। রান্নাঘরের যিনি প্রধান শেফ, তার নাম হরি নায়ক, যিনি অত্যন্ত প্রতিভাবান।”

তিনি আরও বলেছেন, “পাশাপাশি মেনু লিস্টে আমরা ভারতবর্ষের সমস্ত ভারতীয় খাবারের লিস্ট রাখছি। চলতি মাস থেকেই এই রেস্তোরাঁ সকলের জন্য খুলে দেওয়া হবে। তবে এই উদ্বেগ কখনোই সম্ভব হতো না যদি না আমাদের বন্ধু মণীশ গয়াল এবং ডেভিড রবিন থাকতেন”। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর স্বামী নিক জোনের সঙ্গে রেস্টুরেন্টে ছোট একটি পূজোও করেছেন।

 

Related Articles

Back to top button