ভারত থেকে ব্যাবসা গুটিয়ে পলায়নের প্রস্তুতি চাইনিজ মোবাইল কোম্পানিগুলির! হবে বহু কোটি টাকার ক্ষতি

ভারত থেকে পালাচ্ছে চাইনিজ কোম্পানি গুলি

চীনের বিভিন্ন মোবাইল সংস্থা (Chinese Smartphone Brand) বিগত কয়েক দশক ধরে ভারতে(India) তাদের মোবাইল উৎপাদন করে চলেছে। Xiaomi, Vivo, Oppo-এর মতো ব্র্যান্ডগুলি ভারতে জমিয়ে ব্যাবসা করছে। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, সেই ব্যাবসা এখন ডামাডোল অবস্থা। সংস্থাগুলি ভারতে ব্যাবসা করার প্রতিকূল পরিবেশ হারাচ্ছে। তাই চীনা মোবাইল সংস্থাগুলি ভারত থেকে তাদের তল্পিতল্পা গুটিয়ে নিয়ে অন্য দেশে চলে যেতে চাইছে। জানা যাচ্ছে, সংস্থাগুলি ভারতের বাইরে অন্যান্য দেশে মোবাইল উৎপাদন প্ল্যান্ট(Mobaile Manufacturing Plant) নির্মাণ করবে। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত তথ্য দেব। চলুন প্রতিবেদন থেকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

China Mobile Company

বিগত কয়েক বছর ধরে চীনা মোবাইল কোম্পানিগুলো ইনকাম ট্যাক্স অফিসারদের নজরে রয়েছে। এর আগে Xiaomi, Vivo, Oppo সংস্থার অফিসে বেশ কিছুবার আয়কর দপ্তর থেকে অভিযান চালানো হয়েছিল। অন্যদিকে গত বছরে ওয়েচ্যাট, টিকটক সহ ৩০০টি চীনা মোবাইল অ্যাপ এবং চলতি বছরে বেশ কিছু চীনা মোবাইল ব্র্যান্ড ব্যান করে ভারত সরকার। এই কারণে চীনা কোম্পানিগুলো ভারতের উপর থেকে আস্তা হারিয়ে ফেলছে। অন্যদিকে সংস্থাগুলি মনে করে, ভারতে শ্রম ব‍্যায় অনেক বেশি। এই ফলে যে দেশে শ্রম ব‍্যায় কম সে দেশে কোম্পানিগুলো স্থানান্তর হওয়ার চিন্তা ভাবনা করছে। গ্লোবাল টাইমসের একটি রিপোর্টে বিষয়টি উঠে এসেছে।

চীনা সংস্থাগুলি ভারতের বিকল্প হিসাবে মিশর(Egypt), ইন্দোনেশিয়া(Indonesia), বাংলাদেশ(Bangladesh) ও নাইজেরিয়াকে(Nigeria) বেছে নেওয়ার সিন্ধান্ত নিচ্ছে। গ্লোবাল টাইমস খবর অনুসারে এমনটাই জানা যাচ্ছে। উক্ত দেশগুলিতে মোবাইল উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে চীনা কোম্পানিগুলো মনে করছে, শ্রমের খরচ অনেকটা কমবে এবং ব্যাবসায়িক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে। অন্যদিকে চীনা মোবাইল কোম্পানিগুলি ভারত থেকে স্থানান্তরিত হলে অর্থনৈতিক দিক থেকে ভারত বেশ ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

MI

প্রসঙ্গত, জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ওপো ইতিমধ্যে মিশরে একটি মোবাইল উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। এই প্ল্যান্ট থেকে বছরে ৪.৫ মিলিয়ন মোবাইল উৎপাদন করা হবে। প্ল্যান্টটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। জানা যাচ্ছে আগামীতে আরো বেশ কিছু চীনা মোবাইল সংস্থা মিশরে তাদের কারখানা স্থাপন করতে চলেছে। এটা যদি সত্যি হয় তবে আগামী দিনে মিশরে কর্মসংস্থানও বাড়বে। এর ফলে প্রায় ৯০০টি নতুন চাকরি হবে।

China Mobile