দুর্দান্ত প্ল্যান! ১০০ টাকারও নিচে মিলছে Jio, Airtel এবং VI প্রিপেইড প্ল্যানগুলি

টেলিকম সংস্থাগুলির একের পর এক সিদ্ধান্ত সাধারণ মানুষের পকেট খালি করার ভূমিকা নিয়েছে। দেশের সব কটি প্রাইভেট টেলিকম সংস্থাগুলো রিচার্জএর দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। তবে আজ ১০০ টাকার নিচে যে প্রিপেইড রিচার্জ গুলো আছে, সেগুলোর কথা আপনাকে জানাতে চলেছি। কারণ অনেকেরই ডেটা খুবই কম লাগে বা লাগেই না বলতে গেলে, এই প্ল্যান গুলো তাদেরই জন্য। আসুন বিস্তারিত জেনে নিন।

Airtel Company Prepaid plans:

১. ১৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানটি শুধু মাত্র ২ দিনের জন্য। এই প্ল্যানের ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে। ইন্টারনেট ডেটা পাওয়া যাবে ২০০ এমবি।

২. ৯৯ টাকায় প্ল্যান- এই প্ল্যানটিতে ২০০ এমবি ডেটা থাকবে। এই প্ল্যানটিতে ৯৯ টাকার টকটাইম দেওয়া থাকবে। প্রতি সেকেন্ডে ১ পয়সা করে চার্জ করা হবে কলিংএর জন্য।

Jio Company Prepaid plans:

১. ৭৫ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানটিতে ৫০ টি এসএমএস এর সুবিধা থাকে। আনলিমিটেড কলিং এবং মোট ২.৫ জিবি ডেটা দেওয়া থাকে। তাছাড়াও জিও টিভি, জিও সিকিউরিটি ও জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে বিনামূল্যে।

২. ৯১ টাকার প্ল্যান: এই প্ল্যানে মোট ৩ জিবি ডেটা থাকে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য থাকে। আনলিমিটেড ভয়েস কলিংএর সুবিধা পাওয়া যাবে। ৫০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।

Vodafone Company প্রিপেইড প্ল্যান:
১. ৪৯ টাকার প্ল্যান – এই প্ল্যানটিতে ২৩ টাকার টকটাইম পাওয়া যাবে। মোট ডেটা থাকবে ১০০ এমবি। প্ল্যানের বৈধতা থাকবে ১০ দিনের জন্য।

২. ৭৯ টাকার প্ল্যান – এই প্ল্যানের বৈধতা থাকবে ২১ দিনের জন্য। টকটাইম পাওয়া যাবে ৬৪ টাকার। ডেটা থাকবে ২০০ এমবি।৩. ৯৯ টাকার প্ল্যান- এই প্ল্যানে টকটাইম থাকবে ৯৯ টাকার। ডেটা থাকবে ২০০ এমবি। এই প্ল্যানের মেয়াদ থাকবে ২৮ দিনের জন্য।