পোস্ট অফিসের দুর্দান্ত স্ক্রিমে বাজিমাত মাত্র ৪১৭ টাকা বিনিয়োগে এখন আপনিও হতে পারবেন কোটিপতি, জানুন বিস্তারিত

পোস্ট অফিসের দুর্দান্ত স্ক্রিমে বাজিমাত মাত্র ৪১৭ টাকা

অনেক মানুষই চান অল্প পুঁজি বিনিয়োগ (Invest) করে কোটি টাকা আয় করতে। সেজননক বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করে থাকেন। কখনো শেয়ার বাজারে, কখনো বা মিউচুয়াল ফান্ড কিংবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন। অনেকে আবার বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসকে বেছে নেন। এবার সেই সমস্ত মানুষের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে আসলো পোস্ট অফিস (Indian Post Office)। এই স্কীমে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনি কোটিপতি হতে পারেন। কত টাকা বিনিয়োগ করতে হবে? কত টাকায় বা পাবেন ? চলুন এই প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্য জেনে নিন।

Post Office

বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ আনলো পোস্ট অফিস। পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট (PPF Account) থাকলেই আপনি এই সুযোগ পাবেন। পাবলিক প্রভিডেন্ড ফান্ড স্কীম খুবই লাভজনক। পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট স্কীমে (PPF Account Scheme) বিনিয়োগ করলে আপনি অবসরকালীন সময়ে ১ কোটি টাকা পেতে পারেন। সাধারণ ভাবে পিপিএফ অন্যান ব্যাংকের তুলনায় বেশি সুদ দেয়। এই স্কীমে বিনিয়োগ করে সহজেই কোটিপতি হতে পারেন।

পোস্ট অফিসের পিপিএফ স্কিমে কোনো জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায় না। তবে অপ্রাপ্তবয়স্কদের নামে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেক্ষেত্রে অ্যাকাউন্টটি পরিচালনা করবেন ওই অপ্রাপ্তবয়স্কের অভিভাবক। এছাড়া ভারতের নাগরিক না হলে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবার এই অ্যাকাউন্টে যদি আপনি প্রতিদিন ৪১৭ টাকা করে ফেলেন এবং এই স্কিমের মেয়াদ যদি ২৫ বছর হয়। তবে মেয়াদপূর্তির পর আপনি ১ কোটি টাকা রিটার্ন পাবেন। প্রসঙ্গত, এই স্কিমটি আসলে ১৫ বছরের মেয়েদের। তবে আপনি চাইলে ১০ বছর বাড়াতেও পারেন। আর বর্তমানে এই অ্যাকাউন্টে ৭.১% হারে সুদ (Interest) দেওয়া হচ্ছে।

Money

আপনি যদি প্রতিদিন ৪১৭ অর্থাৎ প্রতি মাসে ১২,৫০০ টাকা করে বিনিয়োগ করেন। তবে ১৫ বছর পর আপনার ২২.৫ লক্ষ টাকা জমবে। এই অর্থের সাথে বার্ষিক ৭.১ শতাংশ চক্রবৃদ্ধি সুদের (Compound Interest) হারে আপনার মোট অর্থের সুদ হবে ১৮.১৮ লক্ষ টাকা। অর্থাৎ ১৫ বছর পর পিপিএফ অ্যাকাউন্টে জমা হবে মোট ৪০.৬৮ লক্ষ টাকা। এবার আপনি চাইলে এই স্কিম আরো ১০ বছর বাড়িয়ে ২৫ বছরের জন্য করতে পারেন। সে ক্ষেত্রে মেয়াদ শেষে মোট সঞ্চিত অর্থ হবে ৩৭.৫০ লক্ষ টাকা। এবং সুদ হবে ৬৫.৫৮ লক্ষ টাকা। অর্থাৎ ২৫ বছর পর যখন মেয়াদ শেষ হবে, তখন এই অ্যাকাউন্টে জমা হবে মোট ১.০৩ কোটি টাকা।

 

P.O