পারিশ্রমিক দিক থেকে আমির শাহরুখ কে পিছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করল দক্ষিণী অভিনেতা প্রভাস, গোটা তালিকা জানতে

বলিউডের সুপারস্টার অভিনেতারা যে কোন সিনেমার জন্য কোটি কোটি টাকা নিয়ে থাকেন। তাঁরা শুধু পারিশ্রমিক নেননা, তার সাথে তাদের অভিনীত সিনেমার লাভের অংশ নিয়ে থাকেন। আসুন জেনে নিন সেই সব বলিউডের জনপ্রিয় অভিনেতাদের নাম।

১. শাহরুখ খান – বলিউডের জনপ্রিয় সুপারস্টার অভিনেতাদের মধ্যে প্রথম সারিতেই আছেন শাহরুখ খান। তিনি বলিউডের অনেক ভালো ভালো মুভি উপহার দিয়েছেন দর্শকদের। তিনি পারিশ্রমিক হিসেবে প্রতিটি সিনেমার জন্য নিয়ে থাকেন ৭০ কোটি এবং সিনেমার লাভের এক্সট্রা অংশ ২০ থেকে ৩০ শতাংশ নিয়ে থাকেন।

 

২. সালমান খান – বলিউডের কিং খানের পর কার স্থান হয়ে থাকলে সেটি হলো জনপ্রিয় অভিনেতা সালমান খান। তিনি প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি টাকা নিয়ে থাকেন। এছাড়াও তিনি লাভের অংশ নিয়ে থাকেন সিনেমার।

 

৩. প্রভাস – টলিউড থেকে বলিউডে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কটা সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপলাপতি। তিনি বলিউডের রাবেল বা বাহুবলির মতো সুপারহিট মুভিতে অভিনয় কড়েছেন। তিনি পারিশ্রমিকের দিক থেকে শাহরুখ খান বা আমির খানকে ছাড়িয়ে গেছেন। তিনি প্রতিটি সিনেমার জন্য ১০০ কোটি টাকার উপরে পারিশ্রমিক নিয়ে থাকেন।

 

৪. আমির খান – বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন আমির খান। তিনি বলিউডে ফিটনেসের জন্য যথেষ্ট বিখ্যাত। তাঁর বাস্তবিক এবং মনস্তাত্ত্বিক সিনেমাগুলো দর্শকের মন ছুঁয়ে নিয়েছে। তিনি যে কোন সিনেমার জন্য ৭০ থেকে ৮০ কোটি নেন এবং সিনেমার লাভের অংশ মিলিয়ে প্রায় ১০০কোটি টাকা আয় করেন।

 

৫. অক্ষয় কুমার – বলিউডের সব চরিত্রের জন্য পারফেক্ট , অভিনেতার নাম হলো অক্ষয় কুমার। তিনি প্রতিটি সিনেমার জন্য এবং সিনেমার লাভের অংশ মিলিয়ে প্রায় ১২০ কোটি আয় করেন।

৬. হৃতিক রোশন – বলিউডের সুপারহিরো হিসাবে জনপ্রিয়তার খ্যাতি অর্জন করেছেন হৃত্বিক রোশন। তিনি তাঁর পারিশ্রমিক এবং লাভের অংশ নিয়ে ৮৫ কোটি টাকা নিয়ে থাকেন।

৭. অজয় দেবগণ – বলিষ্ঠ চরিত্রের জন্য জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা অজয় দেবগণ। তিনি তার পারিশ্রমিক এবং লাভের অংশ নিয়ে প্রায় ৭৫ কোটি টাকা।

৮. রণবীর কাপুর – এই অভিনেতা প্রতিটি ছবির জন্য ৭০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন।