বাঙালি না হয়েও বাংলা সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন এই তারকারা

বাঙালি না হয়েও বাংলা সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ে

সন্ধ্যা হলেই বাঙালির ঘরে ঘরে একটাই জিনিস চলে, তা হলো সিরিয়াল। বাংলা টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকগুলি (Bengali Tv Serial) বাঙালির মনে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে। এর মধ্যে দিয়ে অনেক টেলিভিশন তারকা বাঙালির মনে জায়গা করে নিয়েছেন। যাঁদের আসল নাম হয়তো অনেকেই জানেন না। ধারাবাহিকের চরিত্রের নাম দিয়েই তাঁদের চেনেন। তবে আজ বাংলা টেলিভিশনের এমন পাঁচ তারকা সম্পর্কে বলবো, যাঁরা বাঙালি না হয়েও (Non-Bengali) বাঙালির হৃদয়ে বাস করছেন। চলুন জেনে নিন।

১) হানি বাফনা (Honey Bafna)

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ হানি বাফনা। যিনি ‘বকুল কথা’ টেলিভিশন শো এর মাধ্যমে প্রধান ভূমিকায় অভিনয় শুরু করেন। এরপর কাজ করেছেন একাদিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে। ‘প্রথমা কাদম্বিনী’ থেকে শুরু করে গোয়েন্দা গিন্নি, গ্রামের রানী বিনাপানী’-তে কাজ করেছেন। বর্তমানে তাঁকে ‘সোহাগ জল’ সিরিয়ালে দেখা যাচ্ছে। তবে তিনি বাঙালি নন। বাংলায় কথা বললেও তাঁর জন্ম হয়েছে এক মাড়ওয়ারি জৈন পরিবারে।

২) অ্যানমেরি টম (Annmary Tom)

 

‘গ্রামের রানী বিনাপানী’ দিয়ে অভিনয়ে পা রেখেছেন অভিনেত্রী অ্যানমেরি টম। ২০২১ সালে স্টার জলসায় সিরিয়ালটি প্রকাশ পেয়েছিল। তবে অভিনেত্রী বাংলায় নন। তাঁর জন্ম কেরালায়, কিন্তু বেড়ে উঠেছেন ব্যারাকপুরের। আসলে তাঁর মা একজন বাঙালি। ছোট্ট থেকেই অভিনেত্রী ব্যারাকপুরের মামার বাড়িতে মানুষ। ব্যারাকপুরের সেন্ট জেভিয়ার্স কলেজে থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

৩) ক্রুশল আহুজা (Krushal Ahuja)

২০১৮ সালে ‘রানু পেল লটারি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে বাংলা টেলিভিশনে পা রাখেন অভিনেতা ক্রুশল। এর পর আরো একটি সিরিয়ালে কাজ করেছেন, নাম ‘কি করে বলবো তোমায়’। বাংলায় কাজ করে জনপ্রিয়তা পেলেও তিনি বাঙালি নয়। তাঁর জন্ম উত্তর প্রদেশের লখনউ শহরে। বাবা কাজের কারণে কলকাতায় থাকেন। সেই সূত্রে তিনি কলকাতাতেই বড় হয়েছেন।

৪) নেহা আমনদীপ (Neha Amandeep)

 

নেহা ২০১৬ সালে ‘স্ত্রী’ সিরিয়ালের মধ্যে দিয়ে বাংলায় কাজ শুরু করেন। এরপর ‘কোন বউ’ নামক আরো একটি বাংলা সিরিয়ালে তিনি কাজ করেছিলেন। যেটি ২০২১ সালে প্রথম সম্প্রচার হয়েছিল। এছাড়া দু একটি হিন্দি সিরিয়ালেও তিনি কাজ করেছেন। তবে বর্তমানে তিনি অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। জানিয়ে রাখি, অভিনেত্রী নেহার জন্ম হয়েছিল পাঞ্জাবি পরিবারে।

৫) ঋষি কৌশিক (Rishi Kaushik)

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন ঋষি কৌশিক। যিনি একাধিক জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ইষ্টিকুটুম, ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’। তবে এই অভিনেতার জন্ম আসামের তেজপুরে। এক অবাঙালি পরিবারে তাঁর জন্ম হয়। তবে বর্তমানে অভিনয়ের কারণে তিনি কলকাতাতে রয়েছেন।