‘পোন্নিয়ান সেলভান ২’-এর জন্য কে কত পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা অভিনেত্রীরা! টাকার পরিমাণ জেনে কপালে উঠবে চোখ
পোন্নিয়ান সেলভান ২’-এর জন্য কে কত পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা অভিনেত্রীরা

পরিচালক মনি রত্নম (Mani Ratnam) পরিচালিত অন্যতম একটি ছবি হলো ‘পোন্নিয়ান সেলভান’ (Ponniyin Selvan)। গত বছর মুক্তি পেয়েছিল ছবিটি। বক্সঅফিসে দারুণ সাফল্য অর্জন করার পর, এবার দ্বিতীয় পর্বটিও মুক্তি পেয়েছে। চোল সাম্রাজ্যের ইতিহাসের উপর নির্ভর করে ছবিটি তৈরি হয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে দক্ষিণী সুপারস্টার বিক্রমকে। তবে জানেন এই ছবির জন্য তারকারা কত পারিশ্রমিক নিয়েছেন? প্রতিবেদন থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে নিন।
১) শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala) :
‘পোন্নিয়ান সেলভান ২’ এ রয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। যিনি বর্তমানে ওয়েব সিরিজের দুনিয়ায় একজন জনপ্রিয় মুখ। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আর ছবির জন্য তিনি আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
২) ত্রিশা কৃষ্ণান (Trisha Krishnan) :
ছবিতে রয়েছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ত্রিশা কৃষ্ণানও। ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসনীয়। আর এই ছবির জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
৩) জয়ম রবি (Jayam Ravi) :
ছবির একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণী সুপারস্টার জয়ম রবিকে। ছবির প্রথম পর্বেও তাঁকে দেখা গিয়েছিল। আর এই ছবি থেকেই তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। যে কারণে দ্বিতীয় পর্বটির জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
৪) কার্থি (Karthi) :
বহু তামিল ছবির প্রধান চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা কার্থিকে। যিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ। এই ছবিতেও তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। যে চরিত্রে কাজ করার জন্য তিনি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
৫) ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)
এছাড়া ছবির দুটি পর্বেই রয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর উপস্থিতি ও অভিনয় দর্শকদের বেশি টেনেছেন। আর পোন্নিয়ান সেলভান ছবির দ্বিতীয় পর্বের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
৬) বিক্রম (Vikram) :
এদিকে ছবির প্রধান চরিত্রে রয়েছে দক্ষিণী সুপারস্টার চিয়ান বিক্রম। ফলে তিনি যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেবেন, এটা ভাবাই যায়। এই ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১২ কোটি টাকা। যা ছবির অন্যান্য তারকার থেকে অনেক বেশি।