বৃদ্ধের শেষ জীবনের জমানো টাকা চুরি, শুনেই পুলিশ নিল মনজয় করা পদক্ষেপ

শেষ জীবনের সঞ্চয় উপর বেশির ভাগ মানুষের বাকী জীবনটা নির্ভর করে থাকে। সেই সঞ্চয়ের টাকা কোনো মতে চুরি হলে কোনো মানুষেরই দুঃখের শেষ থাকে না। এরম এক চুরির ঘটনা ঘটেছে শ্রীনগরের এক ব্যক্তির সাথে। ব্যক্তিটি ছোলা, বাদাম বিক্রেতা শ্রীনগরের। তিনি তার জমানো সঞ্চয় ১ লক্ষ টাকা বাড়িতে রেখেছিলেন।

ব্যক্তিটির নাম আব্দুল রহমান। তিনি একাই বসবাস করতেন শ্রীনগরে। তাঁর যথেষ্ট বয়সও হয়েছে। তিনি সারাজীবন ছোলা বাদাম বিক্রি করে ১লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন। কিন্তু এই শনিবার বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে সেই ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় কিছু ডাকাত। ওই ব্যক্তির সারাজীবনের সঞ্চয়ের টাকা চুরি হয়ে যাওয়ার জন্য ব্যক্তিটি খুবই ভেঙে পড়েন।

চুরির খবর শ্রীনগর পুলিশের এসপি সন্দীপ চৌধরি’র জানতে পেরে ওই বৃদ্ধার কাছে যান। ওই বৃদ্ধাকে এসপি সন্দ্বীপন নিজের থেকে ১ লক্ষ টাকা বৃদ্ধার হাতে তুলে দেন।

তাঁর এই মহান কাজের কথা নেট মাধ্যমের কাছে তুলে ধরেন পারভেজ আহমেদ কাদরি। তিনি হলেন শ্রীনগরের ডেপুটি মেয়র। এসপি সন্দ্বীপনের মানবিকতার জন্য সবাই তাঁর কাজে মুগ্ধ হয়েছেন। নেট মাধ্যমেও প্রচুর ভাইরালের সাথে সাথে প্রচুর শেয়ার, কমেন্টে এবং লাইক পড়েছে

Related Articles

Back to top button