Shamshera-র ট্রেলার নিয়ে ব্যাপক হৈচৈ, বলিউডপ্রেমীরা বললো- সাউথ সিনেমার দিন শেষ

বলিউডের (Bollywood) অভিনেতা রণবীর কাপুরের ভক্তদের জন্য রয়েছে সুখবর। কারণ সম্প্রতি তর ফিল্ম ‘শামশেরা’ (shamshera)এর রিলিজ হয়েছে। ভক্তরা ফিল্মে রণবীরের লুক ও অভিনয় দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। সবসময় চকলেট বয় হিসেবে ভূমিকা পালন করা রণবীরকে এই ফিল্মে অ্যাকশন হিরো রূপে দেখা যেতে চলেছে। যার কারণে এই ফিল্মটি রণবীরের কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটি ফিল্ম।

Shamshera

ফিল্মে রণবীরের ডবল রোল দেখতে পাওয়া যাবে। যদিও এই কথাটি ট্রেলার দেখেই স্পষ্ঠ বোঝা যাচ্ছে। ফিল্মের এই ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভালবাসা পাচ্ছে। তবে কিছু লোক এমনও রয়েছে যারা ফিল্মটিকে বয়কট করতে শুরু করে দিয়েছেন। শুধু তাই নয় টুইটারে ‘বয়কট বলিউড’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং করতেও শুরু করে দিয়েছে ইউজাররা।

Shamshera

কেন করছে মানুষ ফিল্মটিকে বয়কট?

বিষয়টি হলো ট্রেলারে রণবীর কাপুরের ভয়ঙ্কর লুক দর্শকরা বেশ পছন্দ করেছে। কিন্তু ভিলেন হিসেবে সঞ্জয় দত্তের লুক দেখে কিছু কিছু দর্শকরা রেগে গেছে। অভিনেতা সঞ্জয় দত্ত তার কপালে লাল তিলক লাগিয়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় একটি অংশের মানুষের সঞ্জয় দত্তের এই তিলক পরার বিষয়টি মোটেও পছন্দ আসেনি। ফিল্মে হিন্দু ধর্মকে ভিলেন দেখানোর কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছেন এবং টুইটারে ফিল্মটিকে বয়কট করছে। আর এই কারণে আবার বয়কট বলিউড ট্রেন্ড চালানো হচ্ছে।

https://twitter.com/OneUnnamedGirl/status/1539563716966236161?t=xQ8SVixr0K1aTrxA2mSR2Q&s=19

 

 

এক ইউজার ফিল্মের বিরোধিতা করে লিখেছেন, ‘হিরো বলেছে যে আমার কোনো ধর্ম নেই কিন্তু ভিলেনকে স্পষ্টভাবে হিন্দু হিসেবে দেখানো হয়েছে। বাহ কি চমৎকার ফিল্ম’।আরেকজন ইউজার লিখেছেন যে ‘বলিউডে (Bollywood) আজ থেকে নয়, বহুসময় ধরে হিন্দু ধর্ম নিয়ে ছেলে-খেলা করছে।’ এছাড়া ইউজাররা মেকার্সদের নিয়েও অনেক খারাপ কথা বলেছেন।

https://twitter.com/Boss42265174/status/1540170042901291008?t=hCHqRFz8cbL1sndaZREGFA&s=19

 

 

রিপার্ট থেকে জানা গেছে ২২ জুলাই মুক্তি পেতে চলেছে শামশেরা (shamshera) ফিল্মটি।
হিন্দির পাশাপাশি এই ফিল্মটি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাচ্ছে। রণবীর ও সঞ্জয় দত্ত ছাড়া ফিল্মটিতে বাণী কাপুরকেও অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারে বাণীকে সুন্দর দেখাচ্ছে। ‘শামশেরা’ ফিল্মটির গল্প কাজা নামের একটি কাল্পনিক শহরের পটভূমিতে।

https://twitter.com/Mayhememe/status/1539495876413927424?t=l6TkrokaONxbabcPxuYDrg&s=19

স্বাধীনতার প্রথম যুদ্ধের ঠিক পরের সময় দেখানো হয়েছে এবং শামশেরা নামে এক ডাকাত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বেরিয়ে আসে। তার উদ্দেশ্য হল এই এলাকার নিষ্ঠুর ব্রিটিশ অফিসার শুদ্ধ সিং-এর কবল থেকে যে আদিবাসীদের তিনি দাস হিসেবে রেখেছেন তাদের মুক্ত করা। শামশেরার লড়াইয়ে তার সঙ্গ দিয়েছিল সেই এলাকার এক সুন্দরী।এই সুন্দরীর চরিত্র পাঠ করছে বাণী কাপুর।