ঝড়ো বৃষ্টির পর শহরজুড়ে ছড়িয়ে পড়ল বিষাক্ত বিছে! হাসপাতালে ভর্তি ৫০০ এর বেশি মানুষ, মৃত ৩

ইজিপ্ট দেশে হঠাৎ করে হাজার হাজার বিষ কাঁকড়া বিছার আবির্ভাব হয়েছে। বিশ্বের সবচেয়ে বিষাক্ত কাঁকড়া বিছা বলে মনে করা হয় এই বিছাকে। এই কাঁকড়া বিছের দরুন উক্ত দেশের সাধারণ মানুষজন রীতিমতো ভীত হয়ে পড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এই কাঁকড়া বিছার বিষ মারাত্মক। কোনো ব্যক্তিকে যদি কামড়ায় , আর সেই ব্যক্তি যদি ১ ঘন্টার মধ্যে সঠিক ওষুধ না পায় তাহলে মৃত্যু অনিবার্য।
ইতিমধ্যে বিষাক্ত কাঁকড়া বিছার কামড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৫০০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে বিষাক্ত যন্ত্রণা নিয়ে। কাঁকড়া বিছার আক্রমণে দক্ষিণের অস্বন শহরেই ৪০০ জন হাসপাতালে ভর্তি। পরিস্থিতি ভয়াবহ থেকে সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এবং যে সমস্ত চিকিৎসকরা ছুটিতে ছিলেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে।
বেশি ক্ষতি হচ্ছে ইজিপ্টের দক্ষিণ অস্বন এরিয়াতে। দু দিন আগে ঝোড়ো বৃষ্টি পাত হয়েছিলো। সেই ঝোড়ো হওয়াতেই বিষাক্ত কাঁকড়া বিছা গুলো উড়ে এসেছিল বলে জানা গেছে। এছাড়াও বৃষ্টির কারণে সাপের গর্তে মধ্যে জল ঢুকে যাওয়ায় বহু সাপ বাইরে বেরিয়ে এসেছে বলে খবর।
Heavy rain and flooding in a southern province in Egypt have left three people dead and more than 500 others hospitalized from scorpion stings, state-run media reported. STORY: https://t.co/6i2VkvS7hH pic.twitter.com/Ht0Gm3gb15
— FOX5 Las Vegas (@FOX5Vegas) November 15, 2021
ইজিপ্টের সাস্থ্যমন্ত্রী বলেছেন , এই বছর অস্বনে ভারী বর্ষণ হয়েছে ঝোড়ো হাওয়ার সাথে। তুষার পাতও হয়েছে। এই বিষাক্ত কাঁকড়া বিছা গুলো দিনের বেলা ফাটল এবং পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকে এবং রাতের বেলায় বের হয়।