বলি অভিনেতা পরেশ রাওয়ালের স্ত্রী-র সৌন্দর্যের কাছে পাত্তা পাবেনা হেমা মালিনীও, দেখুন ছবি

বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন পরেশ রাওয়াল (Paresh Rawal). এর পাশাপাশি তিনি কৌতুক শিল্পী , চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ। তিনি হিন্দি চলচ্চিত্রে তাঁর কাজের জন্য সুপরিচিত ও বিখ্যাত। ২৪০ টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন। তবে আজকের প্রতিবেদনটিতে তাঁকে নিয়ে নয় বরং তাঁর স্ত্রী স্বরূপ সম্পাতের সম্পর্কে আপনাদেরকে জানাবো। যিনি ১৯৭৯ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। আসুন তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক –

স্বরূপ সম্পাত ১৯৫৮ সালের ৩ নভেম্বর গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের এলফিন কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইংল্যান্ডে চলে যান। সেখানে ইউনিভার্সিটি অফ ওরচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি প্রতিবন্ধী শিশুদের দক্ষতা বাড়ানোর জন্য ডক্টরেট থিসিস করেছেন। অভিনেতা পরেশ রওয়ালের সাথে তাঁর প্রথম আলাপ হয়েছিল কলেজে পড়াশোনা সময়। ১৯৭৫ সাল থেকে তাঁরা একে অপরের সাথে সম্পর্কে ছিলেন। এরপর দীর্ঘ ১২বছর পর অর্থাৎ ১৯৮৭ সালে মুম্বাইয়ের লক্ষ্মীনারায়ণ মন্দির কমপ্লেক্সে দুজনে বিবাহ সম্পন্ন করেন।

স্বরূপ সম্পাত ব্যাপক জনপ্রিয় টিভি কমেডি শো ‘ইয়ে জো হ্যায় জিন্দেগির’ মাধ্যমে সফল হয়েছিলেন। যেখানে তিনি অভিনেতা শফি ইনামদারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। শোটি হিট হয়েছিল, যার কারণে তিনি আরও অনেক শোয়ের অফার পেতে শুরু করেছিলেন। সেইসঙ্গে স্বরূপ সম্পাত কমল হাসান-রীনা রায় অভিনীত ‘কারিশমা’-ছবিতে অভিনয় করেছিলেন এবং নিজের গ্ল্যামারাস ফিগার দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এছাড়া ‘নরম গরম’, ‘হিম্মতওয়ালা’ , ‘কারিশমা’ এবং ‘সাথিয়া’ এর মতো অনেক ছবিতে তিনি কাজ করেছেন।

স্বরূপ সম্পাত এবং পরেশ রাওয়ালের দুই ছেলে রয়েছে আদিত্য ও অনিরুদ্ধ। ছোট ছেলে আদিত্য রওয়াল একজন চিত্রনাট্য লেখক এবং তিনি লন্ডনের লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টস থেকে থিয়েটারে পড়াশোনা শেষ করেছেন। সেইসাথে গুজরাটি নাটক- ‘কিশান কানহাইয়া’-তে এবং বলিউডের ছবি ‘ফেরারি কি সাওয়ারি’-তেও অভিনয় করেছেন। আর স্বরূপ সম্পাতের বড় ছেলে অনিরুদ্ধ সালমান খানের ‘সুলতান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া নাসিরুদ্দিন শাহের সাথেও তিনি অনেক নাটকে অভিনয় করেছেন।

Related Articles

Back to top button