এখন ফোনের ক্যামেরা দিয়েই যাচাই করতে পারবেন প্যান কার্ড আসল কিনা নকল! কীভাবে করবেন, জানুন পদ্ধতি

দৈনন্দিন জীবনে প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। যেকোনো সরকারি কাজের ক্ষেত্রে বা ব্যাংকের কোনো টাকা লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড থাকা আবশ্যক। অনেক সময় অনলাইনে পেমেন্ট অ্যাপগুলিতেও প্যান কার্ড লাগে। তবে আপনার কার্ডটি আসল কি নকল, তা আপনি এখন সহজেই বুঝতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা। আসুন বিস্তারিত জেনে নিন।

প্যান কার্ডের আসল কি নকল সেটা জানবার জন্য আপনার স্মার্টফোনের প্রয়োজন। শুধু স্মার্টফোনের থাকলে হবেনা। স্মার্টফোনের ক্যামেরা ১২মেগাপিক্সেল থাকা প্রয়োজন। এছাড়াও আপনাকে আয়কর বিভাগের Pan QR Coder Reader অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর প্যান কার্ডের QR কোডটি স্ক্যান করলেই বোঝা যাবে কার্ডটি আসল কি নকল।

চলুন প্রসেসটা জেনে নিন:
১. আপনাকে প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে Pan QR Coder Reader অ্যাপটি ডাউনলোড করে, ইনস্টল করতে হবে।
২. এরপর আপনাকে অ্যাপের ক্যামেরার ভিউ অপশনে একটি সবুজ প্লাস গ্রাফিক্স চিহ্ন দেখতে পাবেন। সেটায় ক্লিক করতে হবে।

৩. এরপর প্যান কার্ডের QR কোডটি মোবাইলে ক্যামেরার মাধ্যমে স্ক্যান করতে হবে।
৪. ক্যামেরার মাধ্যমে প্যান কার্ডের QR কোড শনাক্ত হয়ে গেলে, আপনার ফোনে একটা বিপ শব্দ হবে এবং ভাইব্রেট হবে।

৫. এরপর প্যান কার্ডের আপনার সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস আপনি ভালো করে চেক করুন।
৬. যদি কোন ডিটেলস ভুল হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্যান কার্ডটি আসল নয়।
৭. যদি আপনার প্যান কার্ডটি আসল না হয় তাহলে আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে নতুন প্যান কার্ডের ব্যবস্থা আবেদন করে দিন।