বাড়ছে আর্থিক সঙ্কট, দিন দিন তলানিতে ঠেকেছে পাক মুদ্রার দর! ভারতের ১৫ হাজার সমান পাকিস্তানের ৫২ হাজার

দিন দিন তলানিতে ঠেকেছে পাক মুদ্রার দর

বর্তমানে পাকিস্তান (Pakisthan) এক গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানে রুপির (Pakisthani Rupees) দাম কমেছে, এদিকে বাড়ছে জ্বালানি দ্ৰব‍্য থেকে শুরু করে বিলাসবহুল পণ্যের দাম। এক কথায় পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে ঠিকেছে। এর মধ্যে এটি খবর উঠে আসছে। জানা যাচ্ছে, ডলারের তুলনায় অনেকটাই কমলো পাকিস্তান মুদ্রার দাম। চলুন বিস্তারিত খবর জেনে নিন।

Pakistan Rupee

ডলারের (US Dollar) সাপেক্ষে পাকিস্তানি রুপির দাম কমলো। গত মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে প্রতি এক ডলারের মূল্য ২৮৭.২৯ রুপি। এর আগে পাকিস্তানি রুপির মূল্য এতো কমেনি। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর গত মঙ্গলবার এক ধাক্কায় প্রতি ডলার পিছু প্রায় ২.৮২ রুপি দাম কমলো।

গত সোমবার প্রতি ডলার পিছু পাকিস্তানি রুপির দাম ১.২৫ রুপি বেড়েছিল। তবে মঙ্গলবার আবার দরপতন হয়। এই মুহূর্তে পাকিস্তান আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আরেক তথ্য মারফত জানা যাচ্ছে, পাকিস্তানের লাহোর করাচি এলাকায় এক ডলারের দাম যাচ্ছে ২৯০ রুপি। অথচ গত এপ্রিলে এই মূল্য ছিল ১৮৬ রুপি।

Pakistan

পাকিস্তানের আর্থিক সংকট ও ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানি রুপির দাম বাজারে অনেকটাই কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে একটি দেশের কাছে কি পরিমান বৈদেশিক মুদ্রা রয়েছে তা থেকে তার আর্থিক অবস্থা বোঝা যায়। তবে পাকিস্তানের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার পরিমান কমেছে। আর এর ফলে আগামী দিনে পাকিস্তানের অর্থনীতিতে চাপ আরো বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদগণ।