শাহরুখের হিট সিনেমা ‘ওম শান্তি ওমে’ মাত্র ১ টাকার বিনিময়ে কাজ করেছিলেন এই পাকিস্তানি অভিনেতা! কারণ জেনে চমকে যাবেন আপনিও

২০০৭ সালের অত্যন্ত জনপ্রিয় ও ব্লকবাস্টার ফিল্ম (blockbuster Bollywood movie) ছিল ফারাহ খান পরিচালিত (directed by Farah Khan) ফিল্ম “ওম শান্তি ওম” (Om Shanti Om)। এই ফিল্মের মাধ্যমেই বর্তমানে বলিউডের টপ অভিনেত্রী (Top Bollywood actress)দীপিকা পাডুকোন (Deepika Padukone) বলিউডে ডেবিউ করেছিলেন। আর এই ফিল্মে মুখ্য অভিনেতা (Bollywood actor)ছিল শারুখ খান (Shahrukh Khan)। এই দুজন অর্থাৎ শারুখ ও দীপিকার জুটিকে ভক্ত দ্বারা অত্যন্ত পছন্দ করা হয়েছিল।

এই ফিল্মের গল্প ছিল একজন জুনিয়র আর্টিস্ট অভিনেতা (ওম প্রকাশ মাখিজা) যিনি বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখতেন ও বলিউডের এক সুপারস্টার অভিনেত্রীকে (শান্তি প্রিয়া) ভালোবাসতেন। ভাগ্য চক্রে সেই অভিনেত্রীর সাথে আলাপ ও বন্ধুত্ব হয়েগেছিল সেই জুনিয়র আর্টিস্টের। কিন্তু একদিন সে জানতে পেরেছিল অভিনেত্রী বিবাহিত ও তার স্বামী বলিউডের বড় ডিরেক্টর (মুকেশ) । এরপর অভিনেত্রীর স্বামী অভিনেত্রীকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলে ও তাকে বাঁচাতে বাঁচাতে সেই জুনিয়র আর্টিস্টও মরে যায়।

এরপর ফিল্মের গল্পে দেখানো হয় যে সেই জুনিয়র আর্টিস্টের নতুন জন্ম হয় আর তার নাম হয় ওম কাপুর। বড় হয়ে সে বলিউডের সুপারস্টার হয়। তারপর এক পার্টিতে আগের জন্মের সুপারস্টার অভিনেত্রী প্রেমিকা শান্তি প্রিয়ার বরকে এই জন্মে দেখে আগের জন্মের সব কথা মনে পরে যায় ও সে সিদ্ধান্ত নেয় নিজের আগের জন্মের প্রেমিকা শান্তি প্রিয়ার মৃত্যুর বদলা নেবে। এরপর ভাগ্যক্রমে আগের জন্মের প্রেমিকার মতোই আরেকটি মেয়েকে খুজে পেয়ে যায় আর তার নাম শান্তি ।

শেষে সিনে দেখায় যেই জায়গায় আগের জন্মে প্রেমিকা শান্তি প্রিয়াকে মারা হয়েছিল সেই জায়গায় ওই শয়তান ডিরেক্টরকে মুকেশকে মারার চেষ্টা করে ওম আর ওই সময় আগের জন্মের প্রেমিকা শান্তি প্রিয়ার ভূতও চলে আসে সেখানে কারণ তার আত্মা এতো বছর শান্তি পায়নি। আর সে ওমকে সাহায্য করে ওই শয়তান ভিলেন ডিরেক্টর মুকেশকে মারতে। তারপর শান্তির আত্মা শান্তি পেয়ে যায় ও এই জন্মে আগের জন্মের প্রেমিকার মতো দেখতে মেয়েটির সাথে ওমের মিল হয়ে যায়।

Javed sekh at Om Shanti Om film

বলা যেতে পারে এই “ওম শান্তি ওম” ফিল্মের গল্প পুনর্জন্ম ও প্রেমের মোড়কে বোনা। এই ফিল্মের প্রতিটি চরিত্র অর্থাৎ মুখ্য চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্র গুলি সেইসময় অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। যেমন ফিল্মে শারুখের দ্বিতীয় জন্ম অর্থাৎ ওম কাপুরের বাবার চরিত্র পালন করেছিল পাকিস্তানি অভিনেতা জাভেদ শেখ (Pakistan actor Javed sekh)। এমন একটি ফিল্মে কাজ করার সুযোগ কোনো মতে হাতছাড়া করবেন না বলে তিনি এই ফিল্মে কাজ করার জন্য পারিশ্রমিক নিতেও অস্বীকার করেছিলেন (Pakistani actor Javed sekh charged only 1 rupee to work in Om Shanti Om film)।

একটি সাক্ষাৎকারে জাভেদ বলেন “তাঁর ম্যানেজার আমার কাছে এসেছিল চুক্তিপত্রে সই করাতে। তখন তিনি আমায় প্রশ্ন করেন, আমার পারিশ্রমিক কত হবে? আমি স্পষ্ট বলি, আমি পারিশ্রমিক নেব না। আমার মনে হয়েছিল এমন একটা ছবিতে শাহরুখের বাবার ভূমিকায় অভিনয় করাটাই সম্মানের ব্যাপার। ভারতে এত যোগ্য অভিনেতারা রয়েছেন কিন্তু তাঁরা আমাকে বেছেছিলেন এই চরিত্রের জন্য। যে কেউ এই চরিত্রটা করতে এক কথায় রাজি হয়ে যেতেন। শাহরুখ-ফারহা যে আমাকে চেয়েছিলেন এটাই সম্মানের ব্যাপার। তাই আমি টাকা নিতে পারিনি।” তবে শেষমেষ অনেক জোরাজুরি করার অভিনেতা ১ টাকা পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হন।

এছাড়া জানিয়ে দি জাভেদ শেখ ওম শান্তি ওম ফিল্মের আগেও অনেক ভারতীয় ফিল্মে বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের সাথে কাজ করেছেন। যেমন ২০০৬ সালে শিরীষ কুন্দর প্রথম ছবি ‘জান-এ-মন’-এ প্রীতি জিন্টার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া নমস্তে লন্ডন,জন্নত, মাই নেম ইজ অ্যান্থনি গনসালভেস,তামাশা ইত্যাদি দুর্দান্ত সব ফিল্মে কাজ করেছেন জাভেদ।