চেরির মধ্যে লুকিয়ে থাকা টমেটো দেখতে পাচ্ছেন? খুঁজে দেখান… রইল চ্যালেঞ্জ

সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এমন কিছু ছবি ভাইরাল হচ্ছে, যা দেখে চোখ ধাধিয়ে যাচ্ছে নেটিজনদের। এই ধরনের ছবিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (optical illusion)। যা প্রথম দর্শনে বিশেষ কিছু বলে মনে না হলেও, পরবর্তীতে গভীরভাবে দেখলে বোঝা যায়, ছবির ভেতরে লুকিয়ে থাকা আসল রহস্য।

আর এই ধরনের অপটিক্যাল ইলিউশনের উত্তর যদি আপনি সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার দৃষ্টি খুবই তীক্ষ্ণ এবং সেইসঙ্গে আপনাই ক্ষুরধার বুদ্ধির অধিকারী। তবে এটিকে খেলার মত মনে করে, বন্ধুদের মধ্যে কিংবা ভাই বোনদের সঙ্গে বসেও খেলতে পারেন।

এবার দেখে নিন সেই ভাইরাল ছবিটি-

img 20230204 110302

আজ আমরা আপনাদের জন্য এমনই একটি অপটিক্যাল ইলিউশন ছবি নিয়ে এসেছি যাতে আপনাকে লুকিয়ে থাকা টমেটো (tomato) খুঁজে বের করতে হবে। যদি কেউ তার পর্যবেক্ষণ ক্ষমতা এবং আইকিউ লেভেল পরীক্ষা করতে চান, তাহলে এই ছবিটি তার জন্য উপযুক্ত। এই অপটিক্যাল ইলিউশনে নয় সেকেন্ডের মধ্যে টমেটো খুঁজে বের করাই চ্যালেঞ্জ।

আপনি যদি প্রতিভাবান হন তবে এই সময়ের মধ্যে টমেটোটি সন্ধান করতে পারবেন। সম্প্রতি এমন ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এই ছবিগুলোতে কিছু জিনিস লুকিয়ে থাকলেও মানুষ তা দেখতে পায় না। অনেক চেষ্টা করেও এই ছবির মধ্যে লুকিয়ে থাকা ধাঁধার সমাধান করতে পারছেন না বেশিরভাগ মানুষ।

আপনি যদি একজন প্রতিভাবান হন তবে আপনি এই ধাঁধাটি খুব সহজেই সমাধান করতে পারবেন। ছবিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে টমেটোটি চিহ্নিত করা একটু কঠিন, তবে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে আপনি প্রদত্ত নয় সেকেন্ডের সীমার মধ্যে সহজেই টমেটোটিকে চিহ্নিত করতে পারবেন।

img 20230204 110310

এই ছবিটি দেখতে খুবই সাধারণ, কিন্তু এতে টমেটো খুঁজে পাওয়া কোন চ্যালেঞ্জের চেয়ে কম নয়। তবে ভালো আইকিউ সহ একজন ব্যক্তির জন্য টমেটো খুঁজে পাওয়া কঠিন কাজ নয়। দাবি করা হচ্ছে, বেশিরভাগ মানুষ এই ছবিতে টমেটো খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। আপনি যদি নিজেকে জিনিয়াস প্রমাণ করতে চান, তাহলে নয় সেকেন্ডের মধ্যে একটি টমেটো খুঁজে নিন।