এবার মাত্র সাড়ে ৫ ঘণ্টাতেই পৌঁছে যাবে পুরী! শুক্রবারই শুরু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান

বাংলার ঝুলিতে আবারও আসতে চলেছে বড় সাফল্য। যাতে করে ভ্রমণপ্রেমী মানুষদের হতে চলেছে বিরাট সুবিধা। এবার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হতে চলেছে হাওড়া-পুরী লাইনে। এবার অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ ধামে। খুব সহজেই উপভোগ করা যাবে পুরীর (puri) সমুদ্রের সৌন্দর্য্য।

বছরের বিভিন্ন সময়ে অনেকেই পুরী গিয়ে থাকেন। কেউ যান পরিবারের সঙ্গে, কেউ বা আবার বন্ধুদের সঙ্গে। তবে সমুদ্রে স্নান করার পাশাপাশি সকলে একবার হলেও পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে আসেন। তবে এই যাত্রা ছিল বেশ কিছুটা সময় সাপেক্ষ। তবে এবার এই সময়ের দূরত্বকে ঘুচিয়ে মাত্র সাড়ে ৫ ঘণ্টায় কলকাতা থেকে পুরী নিয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস।

img 20230428 125523

জানা গিয়েছে, আগামী মে মাস থেকে এই যাত্রী পরিষেবা দিতে পারে এই ট্রেন। তবে আজ অর্থাৎ ২৮ শে এপ্রিল হল ট্রায়াল রানের দিন। রেলের তরফ থেকে জানা গিয়েছে, তিনবার ট্রায়াল করা হবে। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী মে মাস থেকেই এই ট্রেন চালানো শুরু করা হবে।

প্রথম ট্রায়াল রান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সকাল ৬ টা বেজে ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়েছে এই ট্রেন এবং পুরী পৌঁছাবে দুপুর ১২ টা বেজে ৩৫ মিনিটে। এই ট্রেনটি আবার পুরী থেকে ছাড়বে দুপুর ১ টা বেজে ৫০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে রাত ৮ টা বেজে ৩০ মিনিটে। জানিয়ে রাখি, যাত্রাপথের মাঝে ৫ টি স্টেশনে থামবে এই ট্রেন এবং মাত্র ২ মিনিটের জন্য থামবে খড়গপুরে।

img 20230428 125536

আগামী ৩০ শে এপ্রিল হবে এই ট্রেনের ট্রায়াল রান। তবে ওইদিন হাওড়া থেকে ভদ্রক পর্যন্ত যাবে বন্দে ভারত এক্সপ্রেস। পরবর্তীতে আগামী ১ লা মে হবে তৃতীয় ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসেই পুরী থেকে এই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এবং যাত্রী পরিষেবা দেবে।

জানিয়ে রাখি, এই সপ্তাহে তিনদিন অর্থাৎ সোমবার, শুক্রবার ও শনিবারদিন চলবে এই সেমি হাই স্পিড বা উচ্চতর গতির ট্রেন। সর্বোচ্চ ১৩০ কিলোমিটার ঘণ্টা বেগে চলবে এই ট্রেন, যা ভুবনেশ্বর, কটক ও খড়গপুরে দাঁড়াবে। আরও জানিয়ে রাখি, হাওড়া থেকে পুরী ৫০০ কিলোমিটার পথ যেতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে মাত্র সড়ে ৫ ঘণ্টা।