1986 সালে বুলেট 350cc এর দাম এত…, বিল কপালে উঠবে চোখ

কিছুদিন আগে ইন্টারনেটে ১৯৮৫-এর রেস্টুরেন্ট বিল ও ১৯৩৭-এর সাইকেলের বিল খুব বেশি আলোচনার বিষয় হয়ে ও উঠেছিল। এখন এই তালিকায় আরেকটি বিল যুক্ত হয়েছে যা রয়াল এনফিল্ড বুলেট প্রেমিকদের অবাক করে দিয়েছে। হয়তো আজ এই বাইকের দাম দেড় লাখ টাকার বেশি কিন্তু একটা সময় ছিল যখন এই বাইকের দাম ছিল ১৯০০০ টাকা। সোশ্যাল মিডিয়ায় ১৯৮৬ সালের একটি বিল ভাইরাল হচ্ছে যেখানে Bullet 350cc-এর মাত্র ১৮৭০০ লেখা রয়েছে। জানিয়ে দি বর্তমানে Bullet 350cc বাইকের প্রাথমিক প্রায় হলো ১.৬০ লাখ টাকা।

বিলের এই ফটো ইনস্টাগ্রাম পেজ royalenfield_4567k থেকে ১৩ই ডিসেম্বর ২০২২-এ পোস্ট করা হয়েছিল। আর পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘১৯৮৬-তে রয়াল এনফিল্ড ৩৫০ সিসি’। এই পোস্টটি এখনো পর্যন্ত ২২০০০ বেশি লাইক পেয়ে গেছে। এছাড়া ইউজাররা প্রচুর পরিমানে প্রতিক্রিয়া জানিয়েছে এই পোস্টে। একজন ইউজার লিখেছে এই পরিমান টাকায় এখন শুধুমাত্র রিমস পাওয়া যায়। তারপর আরেকজন ইউজার লিখেছে এখন আমার বাইকের একমাসের তেলের খরচা হলো এইটা। আরেকজন লিখেছে বর্তমানে বুলেট বাইকের ১ মাসের কিস্তি হলো এতো টাকা। এছাড়া জানিয়ে দি যে যেই বিলের ফটো ভাইরাল হচ্ছে সেই বিলটি ঝাড়খণ্ডের কোঠারি মার্কেটে অবস্থিত অনুমোদিত ডিলারের বিল। বিল অনুযায়ী সেই সময় একটি Bullet 350ccঅন রোড দাম ছিল ১৮৮০০ যা ১৮৭০০ টাকা পড়েছিল ডিসকাউন্টের পর।

Social media user's comments

ফেসবুক ইউজার ‘সঞ্জয় খারে’ ২৭শে নভেম্বর সাইকেলের বিলের এই ছবি শেয়ার করে লিখেছেন- এক সময় এই ‘সাইকেল’ নিশ্চয়ই আমার ঠাকুরদার স্বপ্ন ছিল… সাইকেলের চাকার মতো, সময়ের চাকা কতটা ঘুরেছে। ! ৮৮ বছর পুরোনো এই বিলটি একটি সাইকেল স্টোরের, যার উপরে দোকানের নাম ‘কুমুদ সাইকেল ওয়ার্কস’ এবং ঠিকানা কলকাতা লেখা রয়েছে। এতে সাইকেলের দাম মাত্র ১৮ টাকা লেখা রয়েছে। আর খাবারের বিলের এই ছবিটি ১২ই আগস্ট, ২০১৩-সালে ফেসবুক পেজ Lazeez Restaurant & Hotel দ্বারা শেয়ার করা হয়েছিল যা ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

Cycle Bill

এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল যে বিলের তারিখ ২০ ডিসেম্বর ১৯৮৫ যেখানে শাহী পনির, ডাল মাখানি, রাইতা এবং রোটির হার লেখা আছে। তখন শাহী পনির পাওয়া যেত মাত্র ৮ টাকা, ডাল মাখানি ও রাইতা ৫ টাকায়। যেখানে একটা রুটির দাম ছিল ৭০ পয়সা। সামগ্রিকভাবে, এই পুরো বিলটির মোট টাকা ছিল ২৬ টাকা ৩০ পয়সা, যার মধ্যে ২ টাকা সার্ভিস চার্জও সংযুক্ত ছিল।

Resturant bill