দিদি হটবোম্ব আর বোন পুরো আগুন’, গ্ল্যামারে নুসরাতকে গুনে গুনে দশে দশ দেবে বোন নুজহাত, দেখুন ভাইরাল ছবি
দিদি হটবোম্ব আর বোন পুরো আগুন

টলিউডের (Tollywood) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান (Nusrat Jahan)। শুধু অভিনেত্রী নয়, তিনি তৃণমূল সাংসদও বটে। অভিনয়ের থেকে বাক্তিগত কারণে তিনি সব সময় খবরের শিরোনামে থাকেন। মাঝে মধ্যেই অভিনেত্রীর ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চা হয়। অবশ্য আজকের প্রতিবেদনে অভিনেত্রী নুসরাতকে নিয়ে নয়, বরং কথা বলবো তাঁর বোন (Nusrat Jahan’s Sister) নুজহাত জাহানকে নিয়ে (Nuzhat Jahan)। চলুন অভিনেত্রীর ছোট বোন নুজহাত জাহান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
অনেকেরই হয়তো অজানা যে, অভিনেত্রী নুসরাত জাহানের একটি ছোট বোন রয়েছে। যার নাম নুজহাত জাহান। তবে তিনি নিজেকে মিডিয়া ও লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। সে কারণে অনেকেই তাঁর সম্পর্কে জানেন না। তবে সৌন্দর্যের দিক থেকে তিনি নুসরাতকেও পিছনে ফেলেছেন। আজকাল নেপোটিজমের যুগ। ফলে চাইলেই তিনি এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পারেন। তবে অভিনেত্রী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তাঁর।
কয়েকদিন আগেই নুজহাত জাহানের জন্মদিন ছিল। আর সেই জন্মদিন উপলক্ষ্যে নুসরাত সোশ্যাল মিডিয়ায় (Social Media) বোনকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। সেখানেই প্রথম তাঁর বোনের ছবি দেখা যায়। এরপরই মানুষ জানতে পারেন তাঁর একটি বোন রয়েছে। তবে এর আগে নুসরাতের প্রাক্তন স্বামী নিখিলের মুখে নুজহাতের নাম শোনা গিয়েছিল। যদিও নুজহাত দিদির বিয়েতে উপস্থিত ছিলেন এবং সেই বিয়েতে সুন্দর সেজে ছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে।
প্রসঙ্গত, নুজহাত বর্তমানে কানাডার টরেন্টোয় রয়েছেন। তিনি এখান থেকেই হায়ার এডুকেশন পড়াশোনা শেষ করেছেন। জানা যাচ্ছে, তিনি একটি নামি কোম্পানিতে ইউআই এবং ইউএক্স ডিজাইনার হিসাবে যুক্ত হয়েছেন। নিজের দক্ষতা দিয়ে তিনি তাঁর ক্যারিয়ার তৈরি করেছেন। পরিবারের ভরসা তিনি নিজের দক্ষতায় আরো অনেক দূর এগোবেন। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সেখানে সুন্দর সুন্দর ছবি তিনি পোস্ট করেন, যা দেখলে আপনিও প্রেমে পড়ে যাবেন। তিনি সৌন্দর্যের দিক থেকে কোনো টলিউড অভিনেত্রীর থেকে কম যায় না।