এবার কোন ঝঞ্ঝাট ছাড়াই টিকিট মিলবে সহজে, চালু হল ‘আইডিয়াল ট্রেন প্রোফাইল’

ভারতীয় রেলকে (indian railway) পরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। প্রতিদিন এই পথ ধরেই লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছে যায়। কেউ যান নিজের কাজে, কেউ বা আবার ভ্রমণের উদ্দেশ্যে। যাত্রী সুবিধার্থে প্রায়শই নানা ধরনের নিয়ম বের করে রেল কর্তৃপক্ষ। তবে এবার নিজেদের সুবিধার জন্য একটি উপায় বের করল ভারতীয় রেল।

প্রতিদিনই প্রচুর ট্রেন (train) চলাচল করে নির্দিষ্ট স্টেশন থেকে। এর মধ্যে কোন ট্রেনে যাত্রী সংখ্যা কেমন হয়? আবার বিশেষ বিশেষ অময়ে সেইসব ট্রেনে টিকিটের চাহিদাই বা কেমন থাকে? ট্রেনের অতীত দেখে এসব তথ্য পাওয়া গেলেও, সঠিক তথ্য সচরাচর পাওয়া যায় না। এবার এই তথ্য সঠিকভাবে পেতে এবং অন্যদিকে রেলের উপার্জন বাড়াতে এক নতুন পন্থা নিল ভারতীয় রেল।

img 20230126 182804

এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং নিজেদের আয় বাড়াতে ‘আইডিয়াল ট্রেন প্রোফাইল’ (Ideal Train Profile) চালু করল ভারতীয় রেল। যার সাহায্যে ট্রেনের অতীত না ঘেঁটেই কোন নির্দিষ্ট ট্রেনের যাত্রী সংখ্যা সম্পর্কে জানতে পারবে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ কোন বিশেষ ট্রেনের টিকিটের কেমন চাহিদা রয়েছে, এই সফ্‌টঅয়্যারের মাধ্যমেই জানা যাবে।

এই সফ্‌টঅয়্যারের সাহায্যে সর্বোচ্চ সংখ্যক যাত্রীকে টিকিট দেওয়ার পাশাপাশি কোন নির্দিষ্ট দিনে প্রতিটি মেল, এক্সপ্রেস ট্রেনের টিকিটের সঠিক চাহিদা জানা যাবে। তবে প্রতিদিন সব ট্রেনের টিকিটের চাহিদা সমান থাকে না। এই অ্যাপের মাধ্যমে সেসব সম্পর্কেও জানা যাবে।

img 20230126 182753

জানিয়ে রাখি, এতদিন যাবৎ এই সকল কাজ অতীতের রিপর্ট দেখে করা হলেও, বিভিন্ন কারণে তা মিলত না। অবে এখন এই অ্যাপের সাহায্যে বিভিন্ন জোনের বিভিন্ন ট্রেনের প্রোফাইল থকে শুরু করে মরসুম অনুসারে এবং ছুটির হিসাবে টিকিটের চাহিদা সম্পর্কে জানা যাবে। সেন্টার অব রেলওয়ে ইনফর্মেশন সিস্টেমসের কর্তা আর গোপালকৃষ্ণের নেতৃত্বে বিগত ২ বছরের বেশি সময় ধরে ‘আত্মনির্ভর ভারত’র পথ বেছে নিয়ে ‘আইডিয়াল ট্রেন প্রোফাইল’ তৈরি করেছেন রেলকর্মীরা।