Indian Railways: বৃদ্ধ ও বাচ্চাদের জন্য বড়ো ঘোষণা করলো রেলওয়ে কর্তৃপক্ষ, শুনে খুশি যাত্রীরা

ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের (Train) কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ভারতীয় রেল (Indian railways)বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে। এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। তবে রেল ভারতের যাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ন অংশ হলেও আমরা অনেকেই ভারতীয় রেলওয়ে সম্পর্কে অনেক তথ্য ও বিষয় জানিনা। তাই আজ আমরা ভারতীয় রেলওয়ের বিষয় একটি নতুন তথ্য জানাবো আপনাদের।
আপনি কি জানেন এবার থেকে ট্রেনে যাত্রার করার সময় আপনাকে আপনার পছন্দ অনুযায়ী লোকাল খাদ্য ও আঞ্চলিক রান্না সার্ভ করা হবে। ভারতীয় রেলওয়ে এর জন্য নিজের সাবসিডিয়ারি কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম করপোরেশনকে নির্দেশ দিয়েছে। এর অধীনে রেল মন্ত্রালয় IRCTC-কে মেনুতে প্রয়োজনীয় পরিবর্তন করার অনুমতি দিয়েছে যাতে যাত্রীদের আঞ্চলিক রান্না ও পছন্দের ভিত্তিতে উৎসবের সময় তাদের পছন্দ অনুযায়ী খাবার (food nenu)দেওয়া হয়।
এই নতুন সুবিধা অনুযায়ী যেই প্রিপেড ট্রেনগুলিতে ক্যাটারিং চার্জ যাত্রীদের টিকিট ভাড়ার মধ্যে যুক্ত থাকে তাদের মেনু (Food menu)নির্ধারণ IRCTC দ্বারা আগে থেকে নোটিফাইড ট্যারিফের মধ্যে করা হবে। এছাড়া এই প্রিপেড ট্রেনগুলিতে খাবারের আলাদা আলাদা রেসিপি ও এমআরপি-তে ব্র্যান্ডেড ফুড আইটেমসের বিক্রিও করা যাবে। আর এই ভাবেই সমস্ত ফুড আইটেমের মেনু ও ট্যারিফ IRCTC তৈরি করবে।
জানিয়ে দি যে যাত্রীরা যে এই বিশেষ সুবিধা পাবে তার জন্য আলাদা করে এক্সট্রা চার্জ যুক্ত করা হবে না। অর্থাৎ আগের রেট লিস্টই থাকবে। রেলওয়ের পক্ষে দেওয়া তথ্য অনুযায়ী মেল/এক্সপ্রেস ট্রেনগুলির জন্য বাজেট বিভাগের খাদ্য আইটেমের মেনু যেমন স্ট্যান্ডার্ড খাবার আইআরসিটিসি পূর্ব-বিজ্ঞাপিত ট্যারিফের মধ্যেই নির্ধারণ করবে। এছাড়া জনতা মিলসের মেনু ও ট্যারিফের মধ্যে কোনো পরিবর্তন করা হবে না। মেল ও এক্সপ্রেস ট্রেনে খাবারের আলাদা আলাদা রেসিপি ও এমআরপি-তে ব্র্যান্ডেড আইটেমের বিক্রির অনুমতি থাকবে।