এবার ভারতেও পাওয়া যাচ্ছে টেসলা বিয়ার! দাম শুনলে হবে চক্ষুচড়কগাছ

টেসলা কোম্পানির কর্ণধার এলন মাস্ককে (elon musk) চেনেন না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া খুবই মুশকিল। গাড়ি নির্মান সংস্থা এবার বাজারে নিয়ে এসেছে তাঁদের নতুন এক ব্যবসা। সম্প্রতি একটি নতুন ধরনের বিয়ার লঞ্চ করেছেন বিলিয়নার এলন মাস্ক। এই বিয়ারের দাম গিগাবিয়ার।
এই মুহূর্তে বিশ্বের ধনকুবেরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি এলন মাস্ক। শুধুমাত্র নিজের ব্যবসাই নয়, মাঝেমধ্যে নিজের ব্যবসার সঙ্গে সম্পর্ক নেই এমন জিনিস, যেমন পারফিউম ও শর্টস উৎপাদন ও বিক্রিও করেছিলেন এলন মাস্ক।
তাঁর এই বিষয়টা বেশ আকৃষ্ট করেছিল গ্রাহকদের। তবে এবার গাড়ির পাশাপাশি বিয়ারের ব্যবসাও শুরু করেলন তিনি। জার্মান বিয়ার তৈরির ৫০০ বছরের ঐতিহ্যকে মাথায় রেখে তিনি বিয়ারের ব্যবসা শুরু করলেন। জার্মানির রাজধানী বার্লিনে তৈরি করা হয়েছে এই বিয়ার, যার বোতলটি সাইবার ট্রাকের আকারের ডিজাইন করা। জল, মল্টেড বার্লি, সাইবারহপস এবং ইস্ট।
জানিয়ে রাখি, গিগাবিয়ারের প্রতিটি প্যাকেটে ৩৩০ মিলিলিটারের ৩ টি বিয়ারের বোতল থাকছে। জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৮০০০ টাকা। তবে মদের বাজারে এই বিনিয়োগ প্রথম নয় ইলন মাস্কের। ২০২০ সালে বাজ বোল্ট আকৃতির বোতলে ৩৪০০০ টাকা দামের এক বিশেষ ধরনের টাকিলা বিক্রি করেছিলেন তিনি। এবারে এই নতুন বিয়ার গিগাবিয়ার লঞ্চ করে কোম্পানি নেটদুনিয়ায় লেখে, ‘সাইবর্গের জন্য, মানুষের মাধ্যমে তৈরি বিয়ার’। আশা করা যাচ্ছে গাড়ির মত এই বিয়ারও ব্যাপকহারে বিক্রি হতে পারে।