ইলেকট্রিক নয় এবার বাজারে এলো দূর্দান্ত সোলার কার, দাম ও স্পীড শুনলে মুখে ফুটবে হাসি

ইলেকট্রিক গাড়িকে পেছনে ফেলে বাজারে চলে এলো সোলার গাড়ি, এক চার্জেই দৌড়াবে ১৬০৯ কিলোমিটার

আমরা যদি গাড়ির কথা বলি, তাহলে এখনো পর্যন্ত বেশিরভাগই জ্বালানি ভিত্তিক ইঞ্জিন গাড়ি বাজারে চলমান। যেগুলির মধ্যে বেশিরভাগই পেট্রোল ও ডিজেল চালিত। এখন H2o, CNG ও LPG দ্বারা চালানোর জন্য ইঞ্জিন পরীক্ষার পর্যায়ে। এছাড়া বেশ কিছু ইলেকট্রিক গাড়ি (Electric Car) বাজারে এসেছে এবং এর প্রস্তুতি চলছে। তবে এখন এসব ছেড়ে এমন যানবাহন ইঞ্জিন তৈরি করার প্রস্তুতি নিচ্ছে যেখানে লাগবে না কোন ইলেকট্রিক, না কোন জ্বালানি। এগুলি হবে পুরোপুরি সোলার সিস্টেম।

Solar car

হ্যাঁ, দুটি সংস্থা এই সোলার গাড়ি (Solar car) লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এগুলি এখনো বিশুদ্ধ সৌরশক্তি ভিত্তিক গাড়ি না। এতে হাইব্রিড মোটর থাকবে। আমরা আপনাকে বলি, এপ্টেরা (Aptera) হলো ইউএস (US) এর একটি স্টার্টআপ। এই সংস্থা সোলার গাড়ি তৈরীর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং খুব শীঘ্রই তা বাজারে নিয়ে আসবে। এই গাড়ী সম্পর্কে আরও বেশ কিছু তথ্য সামনে এনেছেন সংস্থা। আসুন জানা যাক ,,,,

এক চার্জে ১৬০৯ কিলোমিটার যাবে:-

এই গাড়ি সম্পর্কে সংস্থার দাবি, এক চার্জেই এই গাড়ি হাজার মাইল অর্থাৎ ১৬০৯ কিলোমিটার প্রদান করবে। গাড়িটি সৌরশক্তি দ্বারা চার্জ হবে এবং আপনি প্লাগ-ইন চার্জারও ব্যবহার করতে পারেন। যদি গাড়িটি দিনে ৬৪ কিলোমিটার বা তার কম ছুটবে বলে মনে হয় তাহলে আলাদা করে চার্জের দরকার নাই। কারণ গাড়িটি সৌরশক্তি দ্বারা চার্জ হবে। গাড়িটি চার্জ পায় ৭০০ ওয়াট সোলার পাওয়ার থেকে।

Solar car

গাড়ির মটর:- 

সংস্থা মটর সম্পর্কে বলছে, এমন গাড়িতে ১৫০ কিলোওয়াটের মোটর থাকবে যা খুব শক্তিশালী। এছাড়া গাড়িটির মডেল করা হয়েছে এরোডাইনামিক যেখানে গাড়িটিকে জোরালো গতিতে ছুটতে সাহায্য করবে।

গাড়ির দাম:-

এই গাড়ির বর্তমান দাম ২১ লক্ষ টাকা ($25900)। এই গাড়িতে ২ জন বসার মত সিট রয়েছে। গাড়িটি আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবেন।

 

অন্যদিকে ডাচ স্টার্টআপ, লাইট ইয়ার গাড়ি খুব শীঘ্রই বাজারে আনার পরিকল্পনা করছে। সংস্থার তথ্য অনুসারে, লাইট ইয়ার জিরা গাড়িতে বৈদ্যুতিক মোটর সহ ৬০ কিলোওয়াট ব্যাটারি প্যাক রয়েছে। এছাড়া এটি তো একটি হাইব্রিড মোটর রয়েছে যেটি ১৭৪ হর্স পাওয়ার।

Solar car

সংস্থা জানাই, এই গাড়ি এক চার্জে ৬০০ মাইল অর্থাৎ ৯৬৫ কিলোমিটার ছুটবে। একই সঙ্গে গাড়িটির সৌরশক্তিতে ৪০ মাইল অর্থাৎ ৬৪ কিলোমিটার দৌড়াবে। প্রসঙ্গত, আপনার গন্তব্যস্থল যদি কম হয় তাহলে প্লাগ-ইন চার্জ ছাড়াই চালাতে পারবেন। লাইটইয়ার জিরা গাড়ির দাম হবে ১.৯৯ কোটি টাকা। সংস্থার মতে, এই লাইটইয়ার গাড়ির উৎপাদন সীমিত। এটি আপাতত ইউরোপীয়, নরওয়ে ও সুইজারল্যান্ডে চালু করা হবে।