বাজারে ধামাকাদার 5G স্মার্টফোন নিয়ে এল Nokia, বৈশিষ্ট্য দেখলে চমকে যাবেন

মোবাইলের বাজারে অনেক পুরনো ব্র্যান্ড Nokia। একটা সময় মানুষের প্রথম পছন্দই ছিল Nokia। তবে আজকের দিনেও এই সংস্থা নতুন কোন ফোন লঞ্চ করলে, মানুষের মধ্যেকার উন্মাদনা চোখে পড়ার মতন। নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Nokia।

গ্রাহকদের কথা মাথায় রেখে সম্প্রতি Nokia 6600 5G লঞ্চ করেছে নোকিয়া কোম্পানি। 7000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি সম্পন্ন এই ফোনের অসাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কর্নিং গরিলা গ্লাস 7 সুরক্ষা সহ একটি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনের মাধ্যমে বাজারে নিজেদের বেশ একটা শক্তিশালী আধিপত্য বিস্তার করেছে নোকিয়া।

img 20230126 000657

এই ফোনে 120GHz রিফ্রেশ রেট সাপোর্ট সহ একটি 6.8-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ 5G প্রসেসরও দেওয়া হয়েছে। Android Virgin 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে এই ফোন। 6/8 GB RAM এবং 128/256 GB অভ্যন্তরীণ স্টোরেজসহ এই ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারেন।

ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে Nokia 6600 5G স্মার্টফোনে। 64MP মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং একটি 20MP সেকেন্ডারি ক্যামেরা সহ এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 24MP ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh এর শক্তিশালী ব্যাটারির সঙ্গে রয়েছে 5G LTE, Wi-Fi, Bluetooth, GPRS সহ আরও অনেক কিছু বিশেষ সুবিধা।

img 20230126 000709

জানিয়ে রাখি, এই Nokia 6600 5G স্মার্টফোনটি বাজারে ১৫০০০ টাকায় পাওয়া যেতে পারে। তবে এই ফোনের সঠিক মূল্য এখনও জানা যায়নি।