একাধিক বলিউড তারকার সন্তানরা পড়াশোনা করেন নীতা আম্বানির স্কুলে, ফিস দেখে চোখ উঠবে কপালে

মুকেশ আম্বানি (Mukesh Ambani) দেশের অন্যতম শিল্পপতি(Industrialist)। তিনি অসংখ্য ব্যাবসার সঙ্গে জড়িত। তিনি তাঁর সমগ্র ব্যাবসা ছেলে বউ কন্যা সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। এই দিক থেকে তাঁর স্ত্রী নিতা আম্বানির হাতে রয়েছে স্কুলের ভার। রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি নামে রয়েছে একটি স্কুল, নাম ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল'(Dhirubhai Ambani International School)। এই স্কুলের পরিচালক হলেন মুকেশ আম্বানি স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)। আজকের প্রতিবেদন থেকে এই স্কুল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন।

img 20220920 195118

 

রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ২০০৩ সালে ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ শুরু করেন। বাবা ধীরুভাই আম্বানির(Dhirubhai Ambani) স্মৃতির উদ্দেশ্যে এই স্কুলটি স্থাপন করা হয়। তবে অনেক মানুষই জানেন না যে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) এবং কন্যা ঈশা আম্বানি(Isha Ambani) মিলিত ভাবে এই স্কুলটির প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই স্কুলটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্কুলগুলির তালিকায় রয়েছে। স্কুলটি যেমন বিলাসবহুল তেমনই এখানে শিক্ষার মানও উন্নত। যে কারণে স্কুলটি আজ সারা বিশ্বের কাছে পরিচিত।

এই স্কুলে পড়াশোনা করার খরচ

সমগ্র ভারতবর্ষের যে সমস্ত নামিদামি স্কুল রয়েছে তার মধ্যে অন্যতম হলো ধীরুভাই আম্বানি স্কুল।
অনেকেরই জানা নামিদামি স্কুলে সন্তানদের পড়াতে গেলে খরচ করতে হয় লক্ষ লক্ষ টাকা। জানিয়ে রাখি, এই স্কুলের LKG থেকে VII শ্রেণী পর্যন্ত শিশুদের এক মাসের ফি প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে অষ্টম থেকে দশম শ্রেণির শিশুদের জন্য বছরে ৫ লাখ ৯০ হাজার টাকা ফি দিতে হয়। যে সমস্ত ছাত্র-ছাত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবেন, তাদের পড়ালেখার জন্য বছরে খরচ পড়বে ১০ লাখ টাকা।

img 20220920 195022

নীতা আম্বানি পরিচালিত এই স্কুলে রয়েছে অডিটোরিয়াম। এর সাথে রয়েছে যোগ কক্ষ, নৃত্যকক্ষ, পরীক্ষাগার, খেলার মাঠ এবং শিক্ষা কেন্দ্রের মতো আরো নানা সুবিধা। এই স্কুলে অনেক সেলিব্রেটিদের সন্তান (Celebrity Child ) পড়াশোনা করেছেন। প্রসঙ্গত, ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যা বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সাইফ আলি খানের সন্তান সহ ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টারের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করেছেন।